সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রদবদল মার্কিন প্রশাসনে। পদ ছাড়ছেন এফবিআই (FBI)-এর ডেপুটি ডিরেকটর। প্রাক্তন রক্ষণশীল পডকাস্টার ড্যান বোঙ্গিনো জানুয়ারিতে এফবিআইয়ের ডেপুটি ডিরেকটর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। এই পদত্যাগের পরে ফলে মাত্র ১০ মাসের কম সময়ে খালি হবে ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ পদ।
৫১ বছর বয়সী বোঙ্গিনো বুধবার এক্স-এ একটি পোস্টে তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। নিজের পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং এফবিআই-এর ডিরেকটর কাশ প্যাটেলকে ধন্যবাদ জানান তিনি। যদিও তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়েছে।
যদিও, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বোঙ্গিনো স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং এই সিদ্ধান্তের সঙ্গে তাঁর মিডিয়া কেরিয়ারের সম্পর্ক রয়েছে। ট্রাম্প বলেন, "ড্যান দুর্দান্ত কাজ করেছেন। আমার মনে হয় তিনি নিজের শোতে ফিরে যেতে চান।" এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা ঘোষণা করেন বোঙ্গিনো।
ফেব্রুয়ারিতে বোঙ্গিনোর নিয়োগ শুরু থেকেই বিতর্কিত ছিল। যদিও তাঁর নিরাপত্তা কর্মী হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা ছিল। তিনি নিউ ইয়র্কের পুলিশ অফিসার এবং মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে কাজ করেছেন। এর পরেও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে।
সাধারণত, এফবিআইয়ের এই পদে ব্যুরোর কোনও সিনিয়র কর্মী দায়িত্ব পান। এই দায়িত্ব নেওয়ার আগে বোঙ্গিনোর এফবিআইয়ের কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না। সেই কারনে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এফবিআই-তে তার কার্যকাল ছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন বিরোধের সমস্যায় পূর্ণ। ডিরেকটর প্যাটেলের পাশাপাশি, বোঙ্গিনো বহু পুরনো এফবিআই কর্মীকে বরখাস্ত করেন। এই ঘটনা এজেন্সির ভিতরে তীব্র সমালোচনার জন্ম দেয়।
এই বছরের শুরুতে বোঙ্গিনো স্বীকার করেছিলেন যে এই ভূমিকা ব্যক্তিগতভাবে তাকে ক্ষতিগ্রস্থ করেছে। মে মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিবর্তন তাঁর 'পরিবারের জন্য কঠিন' ছিল। তিনি স্বীকার করেন এই কাজ তিনি উপভোগ করেননি।
একজন পডকাস্টার হিসেবে বঙ্গিনো বিভিন্ন ধরণের ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন যা তাঁকে পরবর্তীকালেও তাড়া করে বেড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকদের মার্কিন ক্যাপিটলে হামলা এবং প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের উপর হামলা।
