সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষনিশ্বাস ত্যাগ করলেন ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সৈয়দ আবিদ আলি। দীর্ঘ অসুস্থতার পর বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে প্রয়াণ ঘটেছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। প্রয়াত প্রাক্তন ক্রিকেটারকে 'সিংহ হৃদয়' আখ্যা দিয়ে গাভাসকর বলেছেন, দলের প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত ছিল আবিদ আলি।
শোকে বিহ্বল গাভাসকর এক বার্তায় বলেছেন, "অলরাউন্ডার হিসাবে দলে নির্বাচিত হলেও দলের প্রয়োজনে ওপেনিংও করেছে। আর ওর ফিল্ডিং ছিল অনবদ্য। অভাবনীয় সব ক্যাচ তালুবন্দি করেছে আবিদ।" শুধু তাই নয়, বোলার আবিদ আলিরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি। স্মৃতি রোমন্থন করতে গিয়ে গাভাসকর বলেন, "নতুন বলে বোলিং করতে এসে অভাবনীয় রেকর্ড গড়েছিল আবিদ। টেস্ট ম্যাচে বল করতে এসে প্রথম দু'টি বলেই উইকেট দখল করার বিরল কৃতিত্ব গড়েছিল। আমরা স্মৃতি যদি খুব ভুল না করে, এই ঘটনা ও দু'বার ঘটিয়েছিল।” গাভাসকর বলছিলেন, প্রয়াত ক্রিকেটারের রানিং বিটুইন দ্য উইকেট ছিল অসাধারণ। খুচরো রান সংগ্রহ করতে ওঁর জুড়ি মেলা ভার ছিল। প্রতিপক্ষের ফিল্ডাররা চাপে পড়ে যেতেন। গাভাসকর আরও বলেছেন, "মানুষ হিসাবে অসাধারণ ছিল আবিদ। সত্যিকারের জেন্টলম্যান। পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।"
কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, এমএল জয়সীমা এবং আব্বাস আলি বেগের সমসাময়িক ছিলেন আবিদ। ১৯৬৭ সালে অ্যাডিলেডে টেস্ট অভিষেক হয়েছিল। কেরিয়ারের সেরা বোলিংটাও (৫৫ রান ৬ উইকেট) এই টেস্টেই করেছিলেন। ২৯টি টেস্টে মোট ১০১৮ রান করেছিলেন তিনি। উইকেট নিয়েছেন ৪৭টি। ভারতের হয়ে তিনি পাঁচটি একদিনের ম্যাচও খেলেছিলেন। অভিষেক সিরিজেই টেস্টে তিনি ৭৮ এবং ৮১ রানের ইনিংস খেলেছিলেন।।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, সময়ের থেকে এগিয়ে ছিলেন আবিদ আলি। ফিল্ডিংকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে। গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার হিসাবে বিবেচিত হন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই শেষদিন পর্যন্ত ছিলেন।
