shono
Advertisement

Breaking News

দিল্লি রোডে একের পর এক গাড়িতে ধাক্কা বেপরোয়া লরির, মৃত ২

দুর্ঘটনার পরই দিল্লি রোড অবরোধ করে উত্তেজিত জনতা।
Posted: 02:00 PM Mar 13, 2023Updated: 02:00 PM Mar 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা লরির। মৃত ২। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লি রোডে হুগলির (Hooghly) শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য দিল্লি রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকালে ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ঘাতক লরিটি। শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে আচমকা একটি গাড়ি ও তিনটি বাইকে ধাক্কা দেয় লরিটি। দুর্ঘটনার জেরে আহত ৩ জন। একজন চাকায় পিষ্ট হয়ে লরিতে আটকে যান। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় একজনকে। এদিকে লরিতে আটকে যাওয়া ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে SSC গ্রুপ সি’র ৮৪২ চাকরিহারা]

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দিল্লি রোডে অবরোধ করেন উত্তেজিত জনতা। ফলে ব্যস্ত দিল্লি রোড বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামতে হয় পুলিশকে। কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে পরিস্থিতি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘাতক গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। চালকের কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, লরিটি নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা। 

[আরও পড়ুন: ‘বোমা মেরে মঞ্চ উড়িয়ে দেব’, ধর্মতলায় ডিএ অনশনমঞ্চে হুমকি পোস্টার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement