shono
Advertisement

মহম্মদ পাকিস্তানের চর নয়, ভারতে আশ্রয় নিতেই এমন কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ

এমনটাই মনে করছেন ভারতীয় গোয়েন্দাদের। The post মহম্মদ পাকিস্তানের চর নয়, ভারতে আশ্রয় নিতেই এমন কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM Apr 30, 2017Updated: 11:22 AM Apr 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে হঠাৎই যাত্রীদের মধ্যে থেকে চিৎকার করে বলে উঠেছিল “হ্যালো, আমি আইএসআই এজেন্ট। কিন্তু আমি আর এই কাজ করতে চাই না। আমি ভারতে থাকতে চাই।” এরপরেই এয়ার ইন্ডিয়ার বিমানে দুবাই থেকে দিল্লি আসা পাকিস্তানের মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিককে আটক করে নিরাপত্তারক্ষীরা। কিন্তু শনিবারই গোয়েন্দারা সন্দেহ প্রকাশ করেন, ওই ব্যক্তি আইএসআইয়ের চর নয়। বরং ভারতে আশ্রয়ের জন্যই ওই কাণ্ড ঘটিয়েছে সে।

Advertisement

[বাহুবলীর ভল্লাল দেব সম্পর্কে এই তথ্যটি জানেন?]

এর আগে শুক্রবার বিমানবন্দরে নেমেই মহম্মদ সোজা চলে যান হেল্প ডেস্কে। সেখানে গিয়ে বলে, সে আইএসআইয়ের হয়ে কাজ করে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিষয়ে বেশ কিছু গোপন তথ্য ভারতকে জানাতে চায়। হেল্প ডেস্কের কর্মীদের সচরাচর এমন অভিজ্ঞতা নেই। তাই ওই ব্যক্তির কথাবার্তা শুনে প্রথমে বেশ বিস্মিত এবং আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তবে সম্বিত ফিরতেই নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান। তারপরেই ওই পাক নাগরিককে আটক করা হয়। খবর দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও। এরপরেই মহম্মদকে বারবার জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা। চলতে থাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। গোয়েন্দা আধিকারিকদের মতে, কখনই মনে হয়নি আটক ব্যক্তি আইএসআইয়ের হয়ে কাজ করে। পরে তাঁরা মোটামুটি নিশ্চিত হয়ে যান যে ওই ব্যক্তি ভারতে আশ্রয় নেওয়ার জন্যই এমন কাজ করেছেন।

[আমিষাশীদের ফ্ল্যাট না দিলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি এমএনএস-এর]

মহম্মদকে দুবাইতে ফেরত পাঠানো হবে নাকি পাকিস্তানের হাই কমিশনকে খবর দেওয়া হবে, সেব্যাপারে আগামী সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। একটি সূত্রের মতে, ‘ওই ব্যক্তি একজন জুয়ারি। মাত্র দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা মহম্মদ ২০১৫ সাল পর্যন্ত পোশাকের ব্যবসা করত। সাত মাস আগে একটি দুর্ঘটনায় মাথায় চোট পায় সে। আর কোনও ভাবেই তাঁকে পাকিস্তানি গুপ্তচর মনে হয় না।’ মহম্মদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্টও উদ্ধার হয়েছে। যার নম্বর KF 088779 । তার জন্ম ৯ জুলাই ১৯৭৮ ফয়জালাবাদের গুলশান কলোনিতে।

[অফিসেই দেহব্যবসা চালাচ্ছেন মহিলা বিধায়ক, অভিযোগ পুলিশকর্তার]

আপাতত ইন্টেলিজেন্স ব্যুরো জিজ্ঞাসাবাদ করছে মহম্মদকে। তবে সে এখনও পর্যন্ত কোনও আইনই ভাঙেনি। এমনকী কাছে বৈধ ভিসাও রয়েছে। পাশাপাশি ভারতে তার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগও নেই। তবে জেরায় সে নাকি বারবার বলেছে, আইএসআই তার বাড়ির লোকদের আটকে রেখেছে যাতে সে পাকিস্তানের হয়ে চরবৃত্তি করে। তবে মহম্মদ চায় ভারতের হয়ে কাজ করতে। এখন দেখার, মহম্মদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয় ভারতীয় গোয়েন্দারা?

[মোদির সর্বক্ষণের সঙ্গী এই ব্রিফকেসেই কি থাকে পরমাণু বোমার ট্রিগার?]

The post মহম্মদ পাকিস্তানের চর নয়, ভারতে আশ্রয় নিতেই এমন কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement