সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar)। মুম্বইয়ে বিকেল ৫ টা নাগাদ শেষ হয় অভিনেতার অন্তিম যাত্রা।
বয়সজনিত কারণে নানা রোগের শিকার হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরেই চলছিল রোগভোগ। বুধবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। জানা গিয়েছে, ১১টার মধ্যে তাঁর দেহ বাড়িতে পৌঁছয়। অভিনেতার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ধর্মেন্দ্র, শাহরুখ খান, রণবীর কাপুর, অনিল কাপুর, বিদ্যা বালন, শাবানা আজমির মতো তারকারা।
[আরও পড়ুন: পেশোয়ারের ইউসুফ হলেন বলিউডের দিলীপ, অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তান]
১৯২২ সালে অবিভক্ত ভারতের কিসসা খাওয়ানি বাজারের জমিদার তথা ব্যবসায়ী লালা গুলাম সারওয়ার খান ও আয়েশা বেগমের ঘরে জন্ম প্রবাদপ্রতীম অভিনেতার। জন্মসূত্রে তাঁর নাম মহম্মদ ইউসুফ খান। রুপোলি পর্দায় তিনিই পরিচিত দিলীপ কুমার হিসেবে। তাঁর প্রতিবেশী ছিলেন রাজ কাপুর। ছোটবেলা থেকেই দু’জনের বন্ধুত্ব। বাবার সঙ্গে মতপার্থক্যের জেরে বাড়ি ছাড়েন দিলীপ কুমার। পরিচয় গোপন করে ক্যান্টিন কন্ট্রাক্টরের কাজ করেন। পরে আর্মি ক্লাবে স্যান্ডউইচও বিক্রি করেন। এভাবেই ৫০০০ টাকা জমিয়ে মুম্বইয়ে আসেন।
সিনেমার জগতে দিলীপ কুমারের প্রবেশ দেবিকা রানির বম্বে টকিজ প্রযোজনা সংস্থার কর্মী হিসেবে। মাসিক ১২৫০টাকার বিনিময়ে এই কাজ শুরু করেছিলেন তিনি। সেখানেই অশোক কুমার ও শশধর মুখোপাধ্যায়ের সান্নিধ্য পান। অভিনেতা দিলীপ কুমারের বলিউডে প্রবেশ ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে। তবে নায়ক হিসেবে তাঁকে পরিচিতি দেয় ১৯৪৭ সালে মুক্তি পাওয়া ‘জুগনু’। তারপর থেকেই বলিউডে শুরু হয় দিলীপ কুমারের ‘নয়া দওর’। ‘মুঘল-এ-আজম’, ‘মধুমতী’ থেকে ‘ক্রান্তি’, ‘মশাল’, ‘কর্মা’, ‘সওদাগর’, ‘কিলা’ প্রায় পাঁচ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি অভিনেতা। তিনিই প্রথম ছবি পিছু ১ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতে শুরু করেন।
[আরও পড়ুন: বাঙালি পরিচালকের হাত ধরে এবার Netflix-এ আসছে বাহুবলি!]