shono
Advertisement

শ্বেতাঙ্গ চিকিৎসক না পেয়ে কী করলেন এই মহিলা, দেখুন ভিডিও

ঘটনাটি ঘটেছে কানাডায়৷ The post শ্বেতাঙ্গ চিকিৎসক না পেয়ে কী করলেন এই মহিলা, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:00 PM Jun 22, 2017Updated: 07:39 AM Jun 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও মৌখিকভাবে, কখনও বা শারীরিকভাবে, কারণে কিংবা অকারণে, ইংল্যান্ড বা আমেরিকার মতো দেশে বর্ণবিদ্বেষমূলক হামলার মুখে পড়তে হয় কৃষ্ণাঙ্গদের৷ রেহাই পান না প্রবাসী ভারতীয়রাও৷ আর এবার সেই বর্ণবিদ্বেষমূলক মনোভাবেরই এক নয়া নমুনা দেখা গেল আমেরিকার পড়শি দেশ কানাডায়৷ স্থানীয় এক ক্নিনিকে গিয়ে এক শ্বেতাঙ্গ মহিলা জানালেন, কৃষ্ণাঙ্গ চিকিৎসক হলে চলবে না৷  তাঁর ছেলের চিকিৎসা করতে পারবেন কেবলমাত্র একজন শ্বেতাঙ্গ চিকিৎসকই৷ আর সে দাবি পূরণ না হওয়ায় ধুন্ধমার কাণ্ড বাধালেন তিনি৷ ঘটনাটি ঘটেছে টরেন্টোর কাছে সার্দান অন্টারিওতে৷ সোশ্যাল মিডিয়ার ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরই নিন্দার ঝড় ওঠেছে৷

Advertisement

[ধর্ম পালটাতে বাধ্য করায় পাকিস্তান ছাড়ছেন হিন্দুরা]

জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই বুকের ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন ওই মহিলার শিশুপুত্র৷ রবিরার  ছেলেকে নিয়ে অন্টারিও প্রদেশের মিসিসাওগা শহরের একটি ক্নিনিকে যান ওই মহিলা৷ ভিডিওয় দেখা গিয়েছে৷ ক্নিনিকে ঢুকেই ওই মহিলা জানতে চান, সেখানে কোনও শ্বেতাঙ্গ চিকিৎসক আছে কিনা৷  ক্নিনিকে কর্মীরা ওই মহিলাকে বলেন, এখন হঠাৎ করে কোনও শ্বেতাঙ্গ শিশুরোগ বিশেষজ্ঞকে ডেকে আনা সম্ভব নয়৷ এরপরই ক্নিনিকের ভিতরেই চিৎকার করতে শুরু করেন ওই মহিলা৷ ক্নিনিকের কর্মীরা ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, ওই মহিলার চিৎকারে একসময়ে অতিষ্ট হয়ে পড়েন অন্যন্য রোগীরা৷ তাঁরা মহিলাকে অন্য ক্নিনিকে যাওয়ার পরামর্শ দেন৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে পুলিশ ডাকতে হয়৷ স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শ্বেতাঙ্গ চিকিৎসক  না পেয়ে ওই মহিলা ক্নিনিকের কর্মীদের অশালীন ভাষায় আক্রমণ করেন৷ তবে কোনও ফৌজদারি অপরাধ না ঘটায়, ওই মহিলার বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়নি৷

[এবার সুইমস্যুটে উঠে এল ডোনাল্ড ট্রাম্পের মুখ]

কানাডার মিসিসাওগা শহরের ওই ক্নিনিকেই চিকিৎসা করাতে গিয়েছিলেন রীতেশ ভরদ্বাজ নামে এক প্রবাসী ভারতীয়৷ গোটা ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন তিনি৷ এরপরই নিন্দা ঝড় ওঠে৷ অন্টারিও মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি নাদিয়া আমল বলেন, ওই মহিলা যা করেছেন, তা কখনই সমর্থন করা যায় না৷ তবে কানাডায় এইরকম ঘটনা হামেশাই ঘটে৷ ঘটনার তীব্র সমালোচনা করেছেন, অন্টারিও প্রিমিয়ার ও অন্টারিও লিবারাল পার্টির নেতা ক্যাথলিন ওয়ানে৷

দেখুন ভিডিও

The post শ্বেতাঙ্গ চিকিৎসক না পেয়ে কী করলেন এই মহিলা, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement