সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘অস্বস্তি’ বাড়ল শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি গোষ্ঠীর। গোষ্ঠীর অধীনে থাকা আদানি পাওয়ারের বিরুদ্ধে কোম্পানি আইন ২০১২ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ কারণে গুজরাটের রেজিস্টার অফ কোম্পানিজ (Gujarat ROC) সংস্থার ডিরেক্টরদের জরিমানা করেছে।
যদিও, সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া বিশেষজ্ঞ কমিটি ‘ক্লিনচিট’ দিতেই তরতরিয়ে বেড়েছে আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর। সোমবার দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে লেনেদনের প্রথম দিন আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ারদর অন্তত ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে আদানি গোষ্ঠীর বাজার মূলধন এদিন ১০ লক্ষ কোটি টাকা পার করে গিয়েছে। শুক্রবার গত সপ্তাহের ট্রেডিংয়ের শেষদিন আদানি গোষ্ঠীর বাজার মূলধন ছিল ৯.৩৪ লক্ষ কোটি টাকা।
[আরও পড়ুন: জামাইদের জন্য সুখবর, জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের]
সংবাদ সংস্থা সূত্রে খবর, রেজিস্টার অফ কোম্পানিজ-এর অভিযোগ, আদানি গোষ্ঠী বেশ কিছু লেনদেন ও চুক্তি গোপন করেছে। চলতি মাসের শুরুতেই রেজিস্টার অফ কোম্পানিজ এই রায় দিয়েছে। এ কারণে আদানি পাওয়ারের চেয়ারম্যান গৌতম আদানি, ম্যানেজিং ডিরেক্টর রাজেশ আদানি, হোলটাইম ডিরেক্টর বিনীত এস জৈন– প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে জরিমানা করেছে। রেজিস্টার অফ কোম্পানিজ জানিয়েছে, ২০১৭-’১৮, ২০১৮-’১৯ এবং ২০১৯-’২০ আর্থিক বছরে সংস্থার রিপোর্টে অনিয়ম ধরা পড়েছে।