সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দেড়েক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল আফগানিস্তান। সেটা ছিল ওয়ানডে বিশ্বকাপ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ফের ব্রিটিশ সিংহ বধ করল আফগান বাহিনী। শুধু ইংল্যান্ডকে হারানোই নয়, জস বাটলারের দলকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিলেন রশিদরা। সেই সঙ্গে ঢুকে আফগান ব্রিগেড ঢুকে পড়ল সেমিফাইনালের দৌড়ে।
বুধবারের যুদ্ধ দু'টো টিমের কাছেই ছিল জীবন-মৃত্যুর ম্যাচ। আর সেই ম্যাচে ইব্রাহিম জাদরান করলেন অতিমানবিক ১৭৭। জোফ্রা আর্চার, মার্ক উড, জেমি ওভারটনদের ফালাফালা করে, মাত্র ১৪৬ বলে, বারোটা বাউন্ডারি ও ছয় ওভার বাউন্ডারির বিস্ফোরক ইনিংসে। যে ইনিংসের উপর ভরসা করে ৫০ ওভারে ৩২৫-৭ তুলে ফেলল আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে অলআউট হয়ে গেল ৩১৭ রানে। জো রুটের ১২০ রানের পাশাপাশি জেমি ওভারটন (৩২) শেষ দিকে রান করলেন। কিন্তু ইংল্যান্ডকে হারের হাত থেকে বাঁচাতে পারলেন না। উল্টে আফগানিস্তান বোলার আজমাতুল্লাহ ওমরজাই মাত্র ৫৮ রানে ৫ উইকেট নিয়ে জিতিয়ে দিলেন আফগানিস্তানকে। টানা দুই ম্যাচে ধরাশায়ী হয়ে এবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ ইংল্যান্ডের।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে সামান্য আশার আলো জেগে ওঠে আফগান শিবিরে। সেমিফাইনালে ওঠার পথ কিছুটা প্রশস্ত হয় তাদের। আপাতত পয়েন্ট টেবিলের যা অঙ্ক, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ জিতলেই শেষ চারে পৌঁছে যাবেন রশিদ খানরা। কিন্তু হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। বৃষ্টিতে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ ভেস্তে গেলেও অবশ্য স্বপ্নভঙ্গ হবে আফগান ব্রিগেডের। কারণ অজিদের থেকে নেট রানরেটে অনেকখানি পিছিয়ে তারা।
