shono
Advertisement

বিক্ষিপ্ত অশান্তি এবং চাপা উত্তেজনার মধ্যেও ভোটে ব্যাপক সাড়া ভাঙড়বাসীর

ভাঙড়ে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ অনুপম হাজরার৷ The post বিক্ষিপ্ত অশান্তি এবং চাপা উত্তেজনার মধ্যেও ভোটে ব্যাপক সাড়া ভাঙড়বাসীর appeared first on Sangbad Pratidin.
Posted: 10:31 AM May 19, 2019Updated: 10:31 AM May 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ দফা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক মহলের নজরে থাকছে ভাঙড়৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে ভোটের শুরুর দিকে জমি-জীবিকা-বাস্তুতন্ত্র রক্ষা কমিটির পক্ষ থেকে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷ অভিযোগ ওঠে, স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে৷ গাজিপুরের ৯২,৯৩ নং বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ জমি-জীবিকা-বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা অভিযোগ জানান, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের নেতৃত্বে বাধা দেওয়া হচ্ছে ভোটদানে৷

Advertisement

[আরও পড়ুন: ভোট শুরুতেই দুঃসংবাদ, ডায়মন্ড হারবারে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির]

এনিয়ে শুরুর দিকে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও, পরে পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে৷ মাছিভাঙা-সহ ভাঙড়ের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিরাপদে দাঁড়ান ভোটের লাইনে৷ এমনকী ভোটের লাইনে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷ পাওয়ার গ্রিড নিয়ে দীর্ঘ টানাপোড়েন, জটিলতার পর এলাকার মানুষজনের গণতন্ত্রের উৎসবে কোন পথে যাবেন, তা যাদবপুর কেন্দ্রের বিশেষ ফ্যাক্টর তো বটেই৷ কিছুটা বাম মনোভাবাপন্ন মানুষজন ভোটের লড়াইয়ে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে এগিয়ে রাখছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ ভাঙড়ে ভোট দিয়েছেন আরাবুল নিজেও৷ সকালেই নিজের বুথে গিয়ে ভোট দিয়ে আসেন তিনি৷ বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন৷ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ এনিয়ে প্রশ্ন করা হলে অবশ্য তিনি জবাব এড়িয়ে গেছেন৷

[আরও পড়ুন: লোকসভা ভোট Live: ভোট দিতে গিয়ে বাধার মুখে প্রার্থী মালা রায়]

এদিকে, ভাঙড়ের মতো স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ তুলেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ তিনি ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন বলেও সূত্রের খবর৷ তবে সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভাঙড়ে গেলে আটকে পড়তে পারেন৷ তাই অন্যান্য বুথ পরিদর্শনের পর তিনি বেলার দিকে সেখানে যাবেন বলে ঠিক করেছেন৷ এছাড়া অনুপমের আরও অভিযোগ, যাদবপুরের বিভিন্ন জায়গাতেও যথাযথ নিরাপত্তা নেই৷ এসব কিছু নিয়েই তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চান৷অন্যদিকে, পোলের হাট এলাকার বুথগুলিতে তৃণমূল এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে৷

 

রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফলের আভাস পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায়৷ চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক পেজে, আজ সন্ধে ৭টায়৷

The post বিক্ষিপ্ত অশান্তি এবং চাপা উত্তেজনার মধ্যেও ভোটে ব্যাপক সাড়া ভাঙড়বাসীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement