সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু একটু করে উন্নতির সিঁড়ি চড়ছে ভারতীয় ফুটবল। আর তারই স্বীকৃতি পেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এএফসি ডেভেলপিং মেম্বার অ্যাসোসিয়েশনের পুরস্কার তুলে দেওয়া হল ভারতীয় ফুটবল ফেডারেশনের হাতে।
বৃহস্পতিবার আবু ধাবিতে জমকালো অনুষ্ঠানে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের হাতে পুরস্কারটি তুলে দেন এএফসি সহ-সভাপতি আলি কাফাশিয়ান। ফেডারেশন সভাপতি বলেন, “আমাদের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ায় আমরা গর্বিত। ভারতীয় ফুটবল সঠিক দিশাতেই এগিয়ে চলেছে।”
দেশে ফেডারেশনের পরিচালনা, ফুটবলের পরিকাঠামোর উন্নতি, তৃণমূলস্তরে ফুটবলারদের উন্নতি, মহিলা ফুটবলের উন্নতি-সহ সবদিক দেখেই এই পুরস্কার পেল এআইএফএফ। এই পুরস্কারের দৌড়ে এআইএফএফ-এর সঙ্গে মনোনীত হয়েছিল ভিয়েতনাম এবং মালয়েশিয়াও। কিন্তু তাদের হারিয়ে জয়ী ভারতীয় ফুটবল। অনুষ্ঠানে ড্রিম এশিয়া পুরস্কার পায় কাতার। আগামী বছর প্রথমবার ভারতের বুকে বসতে চলেছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের আসর। তার আগে এই সম্মান নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল।