সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে! রিলায়েন্স জিও-র সঙ্গে টক্কর দিতে এয়ারটেল বাজারে আনল ইনফিনিটি পোস্টপেড প্ল্যান৷ নয়া আইফোন ৭ বা আইফোন ৭ প্লাস কিনলে এয়ারটেল গ্রাহকরা প্রতি মাসে ১০ জিবি করে থ্রিজি-ফোরজি ডেটা পাবেন একেবারে বিনামূল্যে৷ তাও আবার এক বছরের জন্য৷ সবমিলিয়ে মোট ১২০ জিবি ডেটা গ্রাহকরা৷ এয়ারটেলের রিটেল স্টোর বা ওয়েবসাইট থেকে এই অফার মিলবে৷
ভারতী এয়ারটেলের ভারতের ডিরেক্টর অপারেশনস অজয় পুরি এক বিবৃতিতে জানিয়েছেন, আইফোনের মতো অসাধারণ ফোনে ইন্টারনেটের ভরপুর ফায়দা পেতে গ্রাহকদের জন্য এরকম একটি অফার নিয়ে আসা হয়েছে৷ শুধু তাই নয়, নয়া আইফোন কিনলে আনলিমিটেড ইন্টারনেট ও ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন গ্রাহকরা৷ ইনফিনিটি পোস্টপেড প্ল্যানে এয়ারটেলের গ্রাহকরা আনলিমিটেড লোকাল কলের সঙ্গে অপশনাল ফ্রি এসটিডি কল ও ফ্রি রোমিংয়েরও সুবিধা ভোগ করতে পাবেন৷ এখানেই শেষ নয়! এয়ারটেল গ্রাহকরা আইফোন কিনলে প্রতিদিন ১০০টি করে এসএমএস, Wynk Music ও Wynk Movies-এর অ্যাকসেসও পাবেন একেবারে বিনামূল্যে৷
সংস্থার দাবি, এটি একটি ফ্যামিলি প্ল্যান৷ পরিবারের একজন সদস্য এই অফার গ্রহণ করলে গোটা পরিবার তার লাভ ওঠাতে পারবে৷ ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ও পেটিএম-এর মতো ই-কমার্স সাইটও নয়া আইফোনের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা নিয়ে এসেছে৷ রয়েছে ক্যাশব্যাক ও দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও৷ ভারতে ৩২ জিবি আইফোন ৭-এর দাম শুরু হচ্ছে ৬০ হাজার টাকা থেকে৷
The post বিনামূল্যে ১২০ জিবি 4G ডেটা দিচ্ছে এয়ারটেল appeared first on Sangbad Pratidin.