সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশক বা নতুন সহস্রাব্দের শুরুতে যাদের শৈশব কেটেছে তাদের কাছে কার্টুন নেটওয়ার্ক আজও এক নস্ট্যালজিয়া। এবার সেই সব কার্টুনের আনন্দ উপভোগের সুযোগ এনে দিল ভারতী এয়ারটেল। দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা ঘোষণা করেছে 'এয়ারটেল কার্টুন নেটওয়ার্ক ক্লাসিক্স' পরিষেবার। এই অসাধারণ অ্যাড-ফ্রি পরিষেবার দৌলতে 'টম অ্যান্ড জেরি', 'লুনি টিউনস', 'স্কুবি ডু', 'জনি ব্রাভো'র মতো প্রিয় কার্টুনগুলি ফের দেখতে পাবেন ইউজাররা। ওয়ার্নার ব্রাদার্স, ডিসকভারির সঙ্গে হাত মিলিয়ে এই সুযোগ করে দিচ্ছে এয়ারটেল।
জানানো হয়েছে, এয়ারটেল সেট টপ বক্সে দেখা যাবে ক্লাসিক কার্টুনগুলি। খরচ পড়বে ৫৯ টাকা। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই ৪৪৫ নম্বর চ্যানেলে দেখা যাবে এয়ারটেল কার্টুন নেটওয়ার্ক ক্লাসিক্স। গুজরাটে এয়ারটেলের ডিটিএইচ-বিজনেসের প্রধান পুষ্পিন্দর সিং বলেছেন, ''এয়ারটেল কার্টুন নেটওয়ার্ক ক্লাসিকস আমাদের পোর্টফোলিওতে বিনোদনের একটি অনন্য মাত্রা যোগ করবে। গ্রাহকদের এমন সব আইকনিক গল্প ও চরিত্রের সঙ্গে ফের যোগাযোগের সুযোগ করে দেবে, যা আজও সমান জনপ্রিয়। আমরা আমাদের সমস্ত ডিটিএইচ ও আইপিটিভি ব্যবহারকারীদের কাছে এই চ্যানেলটি আনতে পেরে আনন্দিত। এবং ভবিষ্যতে আমাদের গ্রাহকদের জন্য আরও এমন অসামান্য সব অভিজ্ঞতার সুযোগ নিয়ে আসতে উন্মুখ।''
ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অর্জুন নোহওয়ার জানাচ্ছেন, “কার্টুন নেটওয়ার্ক ক্লাসিকস এমন সব চরিত্র ও গল্পের দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ফিরিয়ে আনবে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বজুড়ে দর্শকদের বিনোদন উপহার দিচ্ছে। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিতে আমাদের লক্ষ্যই থাকে এই গল্পগুলোকে আজকের দর্শকদের জন্য সহজলভ্য ও প্রাসঙ্গিক করে রাখা। এয়ারটেলের সঙ্গে আমাদের এই সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই আইকনিক প্রিয় কার্টুনগুলিকে একটি নতুন রূপে ভারতীয় পর্দায় নিয়ে আসতে পেরে আনন্দিত। এর ফলে ভক্তরা তাঁদের শৈশবের প্রিয় স্মৃতিগুলোর সঙ্গে ফের সংযোগ স্থাপন করতে পারবেন। আবার একই সঙ্গে নতুন প্রজন্মও এই কার্টুনের সঙ্গে পরিচিত হতে পারবে, যা বিশ্বব্যাপী পপ সংস্কৃতিকে রূপ দিতে সাহায্য করেছে।”
