সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শাসক-বিজেপির চাপ বাড়িয়ে লোকসভা ভোটে পুরুলিয়ায় কুড়মি প্রার্থী আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা ) অজিতপ্রসাদ মাহাতো। বুধবার পুরুলিয়ার বান্দোয়ানে আদিবাসী কুড়মি সমাজের রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। সম্ভবত বৃহস্পতিবার ঝাড়গ্রাম, মেদিনীপুর ও বাঁকুড়ার প্রার্থী ঘোষণা হবে।
ঝাড়গ্রামে আদিবাসী কুড়মি সমাজ-সহ এই জনজাতির একাধিক সংগঠন বৈঠকে মিলিত হয়ে ওই তিন আসনে প্রার্থী ঘোষণা করবে। কুড়মিরা রাজ্যের সমস্ত কুড়মি সংগঠনকে নিয়ে একটি ফোরামের ব্যানারে বাংলার মোট চার আসনে লড়াই করবে বলে সিদ্ধান্ত হয়েছে। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা (প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন, “রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়ায় আমরা বৈঠক করে সম্ভবত বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করতে পারব।”
[আরও পড়ুন: ‘যতদিন তোমাদের বাবা বেঁচে আছে…’, আরিয়ান-সুহানার কাছে বড় প্রতিজ্ঞা শাহরুখের]
পুরুলিয়া লোকসভা কেন্দ্রের এই প্রার্থী শুধু কুড়মিদের নয়। তাদের সহযোগী হিসাবে থাকা একাধিক জনজাতির সমর্থন রয়েছে। সম্মিলিতভাবে তাদেরকে বলা হচ্ছে, ‘হরমিতান নাটা জড়ন কমিটি।’ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কুড়মিদের প্রার্থী অজিতপ্রসাদ মাহাতো শুধু সামাজিক সংগঠনের নেতা নন, অতীতে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ঝাড়খন্ডি আন্দোলনের সঙ্গে যুক্ত। প্রথমে ঝাড়খন্ড মুক্তি মোর্চা, তার পর ঝাড়খন্ড বিকাশ মোর্চা ও আজসুর নেতা ছিলেন। প্রথম থেকেই অর্থাৎ বাম আমল থেকেই তিনি বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্য গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২০১৬ সাল থেকে এই সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে সরব হন। তাঁদের দাবি পূরণ করতেই তাঁরা এবার লোকসভা ভোটে প্রার্থী দিচ্ছেন।