shono
Advertisement

Breaking News

মার্সিডিজ ‘রথ’ছেড়ে গাড়িতে যাত্রা অখিলেশের

মার্সিডিজ বাস ছেড়ে এসইউভি-তে কেন অখিলেশ? The post মার্সিডিজ ‘রথ’ ছেড়ে গাড়িতে যাত্রা অখিলেশের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 PM Nov 03, 2016Updated: 04:43 PM Nov 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের হাই টেক কাস্টমাইজড ‘রথ’ মাত্র এক কিলোমিটার চলার পরই থমকে গেল বৃহস্পতিবার৷ বাধ্য হয়ে ১০ চাকার লাল মার্সিডিজ বাস ছেড়ে ব্যক্তিগত এসইউভি-তে চেপে বাকি রাস্তা পেরোতে হল মুখ্যমন্ত্রীকে৷

Advertisement

যাদব পরিবারের যাবতীয় দ্বন্দ্ব কাটিয়ে এদিন সমাজবাদী পার্টির তরফে প্রচার যাত্রা শুরু করল অখিলেশের ‘বিকাশ রথ’৷ গত কয়েকদিন ধরে যাদবকুলে যে বিবাদ চলেছে তা পিছনে ফেলে এদিন এক মঞ্চে দেখা গেল মুলায়ম, শিবপাল ও অখিলেশ যাদবকে৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই আয়োজিত হয়েছে এই বিকাশ রথযাত্রার৷ নির্বাচনের আগে যাদবকুলের অন্তর্দ্বন্দ্বে বিরোধীরা যাতে ফায়দা না তুলতে পারে তাই জন্য ময়দানে নেমে পড়েছেন স্বয়ং ‘নেতাজি’ মুলায়ম সিং যাদব৷

জয়ের বিষয়ে আশাবাদী অখিলেশ এদিন বলেন, “আসন্ন নির্বাচনে কৃষক, যুবরা আমাদের পাশেই দাঁড়াবে৷ সপা-র উন্নয়নের যজ্ঞে তাঁরাও সামিল হতে চান৷” সপা-র জয়ের প্রতি নিশ্চিত মুখ্যমন্ত্রীর স্ত্রী ডিম্পল যাদবও৷ তাঁর বক্তব্য, “নয়া ইতিহাসের সূচনা হবে এখান থেকে৷”

লা মার্টিনিয়র কলেজ মাঠ ছেড়ে লোহিয়া পথে পড়তেই বিগড়ে যায় অখিলেশের ‘রথ’৷ মেরামতির জন্য বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেও, সময় লাগবে বুঝে ‘রথ’ ছেড়ে ব্যক্তিগত গাড়িতে উঠে বসেন মুখ্যমন্ত্রী৷ এই রথযাত্রার সূচনা করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে এই মার্সিডিজ বাসে রয়েছে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা৷ বুলেট-প্রুফ কাচ, বাসের ভিতরেই রয়েছে মুখ্যমন্ত্রীর দফতর ও বিশ্রাম নেওয়ার পৃথক ঘর৷ রয়েছে রান্নাঘর, শৌচাগারও৷ বাসের ছাদে দাঁড়িয়ে জনতার প্রতি ভাষণ দেওয়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা৷ রথে বসে ভিডিও কনফারেন্স করার বন্দোবস্ত রয়েছে, সঙ্গে ফোর-জি ইন্টারনেট পরিষেবা৷

The post মার্সিডিজ ‘রথ’ ছেড়ে গাড়িতে যাত্রা অখিলেশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement