সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পরীক্ষায় টুকলিতে বাধা দিতে গিয়েছিলেন বলে খুন হতে হয়েছিল এনএসজি কমান্ডো (ন্যাশনাল সিকিওরিটি গার্ড)-কে! উত্তরপ্রদেশে সাড়ে ১২ বছর আগের সেই ঘটনায় সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল আলিগড়ের নিম্ন আদালত।
২০১৩ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের মুনওয়ার গ্রামে তাজভির সিং নামে এক এনএসজি কমান্ডোকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। তাজভির মুনওয়ার গ্রামেরই বাসিন্দা ছিলেন। তবে কর্মসূত্রে থাকতেন দিল্লিতে। কয়েক দিনের ছুটি পেয়ে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেই সময়েই ঘটনাটি ঘটে। শ্যালককে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলেন তাজভির। শ্যালক পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার পর তিনি বাইরেই ছিলেন। সেই সময় একটি ঝামেলায় জড়িয়ে পড়েন তাজভির। ছেলেকে পরীক্ষায় টুকলিতে সাহায্য করতে গিয়ে ধরা পড়েছিলেন এক ব্যক্তি। সেই ঘটনাকে কেন্দ্র করে বচসা বেধেছিলেন। ওই গন্ডগোলে জড়িয়ে পড়েই খুন হতে হয় তাজভিরকে। গুলি করে হত্যা করা হয়েছিল তাঁকে। ঘটনার তদন্তে নেমে আট জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সরকারি আইনজীবী শুধাংশু আগরওয়াল জানান, রাম প্রকাশ নামে এক ব্যক্তি তাঁর ছেলে টুকলিতে সাহায্য করছিলেন। তা দেখে বাধা দেন ওই গ্রামেরই বাসিন্দা কুলদীপ। তাজভির তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন। সেই সময় রাম প্রকাশ বাড়ির লোকজনকে ডেকে আনেন। তার পর বচসার মাঝেই তাজভিরকে গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাজভিরের। এই মামলায় সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আর এক অভিযুক্তের দু'বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।
