সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে পরাজয়ের মাত্র এক বছরের মধ্যেই মোহভঙ্গ! আর শিব সেনার সঙ্গে জোট নয়। বিশ্বের সবচেয়ে ধনী পুরনিগমের নির্বাচনে একলা লড়ার ঘোষণা কংগ্রেসের। মুম্বই কংগ্রেসের পর্যবেক্ষক রমেশ চেন্নিথালা সাফ জানিয়ে দিলেন, আসন্ন বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। শিব সেনা উদ্ধব শিবিরের সঙ্গে কোনওরকম জোট নয়।
ঠিক বছর ছ'য়েক আগে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হিন্দুত্ববাদী শক্তি শিব সেনার সঙ্গে জোট করে কংগ্রেস-এনসিপি। মহারাষ্ট্রে গঠিত হয় মহা বিকাশ আগাড়ি। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুতে অবস্থানকারী এই জোট বেশ সুচারুভাবেই চলছিল। উদ্ধব ঠাকরে বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই হিন্দুত্ববাদ থেকে নিজের দলকে কিছুটা হলেও দূরে সরিয়ে রেখেছিলেন। ২০২৪ লোকসভায় এই জোট বিরাট সাফল্যও পায় মহারাষ্ট্রে। কিন্তু আশঙ্কা ছিলই। ভিন্ন মতাদর্শের এই দলগুলির জোটে যে কোনও সময় ছন্দপতন হতে পারে। তেমনটাই হল বিধানসভার ব্যর্থতার পর।
বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর উদ্ধব ঠাকরে দলের অস্তিত্ব বাঁচাতে ঝুঁকে পড়েন তাঁরই তুতো ভাই রাজ ঠাকরের দিকে। দীর্ঘদিন বাদে একত্রিত হয়েছেন ঠাকরে ব্রাদার্স। সব ঠিক থাকলে বিএমসিতে জোট করেই লড়বে দুই ভাইয়ের দুই দল শিব সেনা উদ্ধব এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এতে ফাঁপরে পড়েছে কংগ্রেস। উদ্ধব ঠাকরের সঙ্গে কোনওক্রমে জোটধর্ম চালনা করা গেলেও অতি কট্টরপন্থী রাজ ঠাকরের সঙ্গে তো আর জোট করা যায় না। স্থানীয় কংগ্রেস নেতাদের আশঙ্কা, যদি কোনওক্রমে রাজ ঠাকরের সঙ্গে নাম জড়িয়ে যায় তাহলে একটা ভোটও মিলবে না। সেই আশঙ্কা থেকেই একলা লড়ার সিদ্ধান্ত।
কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা শনিবার জানিয়ে দিয়েছেন, আসন্ন বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে কংগ্রেস একাই লড়বে। তাঁর কথায়, "আমরা বিজেপির বিরুদ্ধেও লড়ব। শিব সেনার উদ্ধব শিবিরের বিরুদ্ধেও লড়ব। সব ধর্মনিরপেক্ষ মুম্বইবাসীর কাছে আমার আহ্বান, আপনারা আমাদের সমর্থন করুন।" কংগ্রেসের এই ঘোষণার অর্থ, দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা ইন্ডিয়া জোটের ভাঙ্গনে সরকারি সিলমোহর পড়ে গেল।
