shono
Advertisement
Tamil Nadu

বিমার ৩ কোটি হাতাতে সাপের ছোবলে বাবা খুন! পুলিশের জালে দুই গুণধর পুত্র

মৃত্যুর এক সপ্তাহ আগে একটি কেউটে সাপ কামড়ালেও সে যাত্রায় প্রাণে বেঁচে যান ব্যক্তি।
Published By: Amit Kumar DasPosted: 07:35 PM Dec 20, 2025Updated: 08:37 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার নামে রয়েছে ৩ কোটি টাকার বিমা। সেই টাকা হাতাতে অভিনব উপায়ে বাবাকে খুন দুই গুণধর পুত্রের! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর পোথাথুরপেট্টাই নামে গ্রামে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবাকে খুনের এমন ভয়ংকর নিখুঁত পরিকল্পনা দেখে স্তম্ভিত পুলিশ কর্তারা।

Advertisement

জানা গিয়েছে, গত অক্টোবর মাসে ৫৬ বছর বয়সি গণেশন নামে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়েছিল তাঁর বাড়ির মধ্যে থেকে। পরিবার জানায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ এই ঘটনাকে সাধারণ মৃত্যু হিসেবে নথিভুক্ত করে। এরপর মৃতের দুই পুত্র বিমার টাকা পাওয়ার জন্য বিমা সংস্থার কাছে আবেদন জানায়। গোটা ঘটনার মোড় ঘোরে সেখান থেকেই। মৃতের দুই পুত্রের আচরণে সন্দেহ হওয়ায় এই ঘটনার তদন্তের জন্য পুলিশের কাছে আবেদন জানায় সংস্থা। সেই মতো এই মামলার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই দুই যুবক মিলিতভাবে বাবাকে দিয়ে ৩ কোটি টাকার একটি জীবন বিমা করায়। বিমা হওয়ার পর বাবাকে খুনের ছক কষে অভিযুক্তরা। মৃত্যুর এক সপ্তাহ আগে একটি কেউটে সাপ কামড়েছিল গণেশনকে। তবে সেই ঘটনায় প্রাণে বেঁচে যান তিনি। কেউ জানতেও পারেনি ওই সাপ বাড়ির ভিতর ছেড়েছিল দুই পুত্রই। প্রথমবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফায় কেউটের পরিবর্তে শাঁখামুটি সাপ জোগাড় করে অভিযুক্তরা।

পুলিশের দাবি অনুযায়ী, ঘুমন্ত বাবার গলায় সেই সাপের কামড় বসানো হয়। এরপর অভিযুক্তরাই সাপটিকে ঘরের মধ্যে মারে। বিষের প্রভাব শুরু হওয়ার পর সময়ে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে অনেকটা দেরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জিজ্ঞাসাবাদে সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা। এই মামলার তদন্তে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযুক্তদের কেউ সাপ জোগাড় করেছিল। কেউ আবার হত্যাকাণ্ডকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবার নামে রয়েছে ৩ কোটি টাকার বিমা।
  • সেই টাকা হাতাতে অভিনব উপায়ে বাবাকে খুন দুই গুণধর পুত্রের!
  • চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর পোথাথুরপেট্টাই নামে গ্রামে।
Advertisement