সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআরের কাজ একেবারে রাজনৈতিক বলে মত শাসকদল তৃণমূলের। এনিয়ে কম তর্কবিতর্ক হয়নি। বিশেষত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্কে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। খসড়া ভোটার তালিকায় প্রচুর মতুয়ার নাম বাদ যাওয়ায় সংশয়ের মধ্যে দিনযাপন করছেন তাঁরা। এই পরিস্থিতিতে শনিবার রানাঘাটের তাহেরপুর, মতুয়া অধ্যুষিত গড়ে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আবহাওয়ার কারণে তিনি সেখানে যেতে পারেননি। ফিরে গিয়ে মতুয়াদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, CAA বা নাগরিকত্ব সংশোধনী আইনের জোরেই মতুয়ারা এ দেশের নাগরিক। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশুদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কাজ হবে।
শনিবার তাহেরপুরবাসীর উদ্দেশে অডিও বার্তায় তৃণমূলকে নিয়ে বিষোদগার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর ভাষণে। তাঁকে 'গো ব্যাক' স্লোগান দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মোদি বলেন, তাঁকে নয়, তৃণমূলের উচিত অনুপ্রবেশকারীদের 'গো ব্যাক' বলা। অডিও বার্তায় সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর দিল্লি ফিরে তিনি সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মতুয়াদের প্রতি প্রধানমন্ত্রী বার্তা। এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, 'মতুয়া, নমশুদ্ররা তৃণমূলের দয়ায় নয়, সিএএ-র অধিকারে মাথা উঁচু করে ভারতে বসবাস করছেন, তাঁরা ভারতীয় নাগরিক। এই সিএএ আমাদের সরকারের করা। আমরা বাংলায় ক্ষমতায় এলে আরও অনেক কিছু করব।'
আসলে নিজেদের নিয়ে এই মুহূর্তে বেশ চিন্তিত মতুয়া সম্প্রদায়। তাঁরা যে 'রাজনীতির বোড়ে', তা ভালোই বুঝতে পেরেছেন।একদিকে এসআইআর থেকে নাম বাদ পড়া, অন্যদিকে রাজ্যের শাসকদলের আশ্বাস, তাঁদের নাগরিকত্ব কাড়তে পারবে না কেউ - একই সময়ে পরস্পরবিরোধী দুই পরিস্থিতিতে তাঁদের অবস্থা কার্যত 'ন যযৌ ন তস্থৌ'। আর এসবের ফাঁকেই বিজেপি ফায়দা তুলতে মরিয়া বলে মত রাজনৈতিক মহলের একাংশের। শনিবার মতুয়াদের নিয়ে তৃণমূলের আশ্বাসকে হাতিয়ার করেই মোদি স্পষ্ট বার্তা দিলেন, মতুয়ারা কেউ তৃণমূলের দয়ায় ভারতের নাগরিক নয়, তাঁদের নাগরিকত্ব দিয়েছে সিএএ। এখন দেখার, এই এসআইআরের পর ছাব্বিশের ভোটে মতুয়া গড়ে কী ফলাফল হয়।
