shono
Advertisement
Jalpaiguri

দাদাকে আগে চা দেওয়া নিয়ে সামান্য বচসা থেকে ভয়ংকর কাণ্ড! ধারালো অস্ত্রে মাকে 'খুন' ছেলের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 05:39 PM Feb 23, 2025Updated: 07:50 PM Feb 23, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: দাদাকে আগে চা দিয়েছিলেন মা। তাঁকে নয় কেন? তা নিয়ে রাগে মাকে ধারালো অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে। মর্মান্তিক, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির আবদুল মোড় এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুনিতা রায়। তাঁর দুই ছেলে দিলীপ রায় ও বাপি রায়। অনেকদিন ধরেই তাঁদের পারিবারিক ঝামেলা চলছিল। সুনিতাদেবী কাকে বেশি ভালোবাসেন তা নিয়ে অনেকদিন ধরেই দাদা ও ভাইয়ের মধ্যে ঝামেলা ছিল।

সেই আগুনে ঘি পড়ে সুুনিতাদেবী তাঁর বড় ছেলে দিলীপকে আগে চা দিলে। তাতেই রেগে যান ছোট ছেলে বাপি। সেই নিয়ে মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে মায়ের মাথায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেন ছোট ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনিতাদেবীর। বাধা দিতে এলে আক্রান্ত হন দাদা। গুরুতর অবস্থায় দাদা দিলীপ রায়কে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এক প্রতিবেশী বলেন, "চিৎকার শুনে ছুটে আসি। এদের অনেকদিন ধরেই পারিবারিক একটা সমস্যা ছিল। আজকে সুনিতাদেবী কেন দাদাকে আগে চা দিয়েছেন তা নিয়ে বাপির সঙ্গে ঝামেলা বাধে তাঁর। তখনই বাপি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।" খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্ত বাপিকে গ্রেপ্তার করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাদাকে আগে চা দিয়েছিলেন মা। তাঁকে নয় কেন?
  • তা নিয়ে রাগে মাকে ধারালো অস্ত্রের কোপে খুনের অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে।
  • মর্মান্তিক, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির আবদুল মোড় এলাকায়।
Advertisement