shono
Advertisement

স্কুলে ভাড়া খাটছে এলাকার একমাত্র অ্যাম্বুল্যান্স, চরম দুর্ভোগে বাসিন্দারা

রোগী মরলে মরুক! The post স্কুলে ভাড়া খাটছে এলাকার একমাত্র অ্যাম্বুল্যান্স, চরম দুর্ভোগে বাসিন্দারা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:08 PM Aug 04, 2018Updated: 01:38 PM Aug 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরণাপন্ন রোগীকে ফেলে স্কুলে ভাড়া খাটছে এলাকার একমাত্র অ্যাম্বুল্যান্সটি৷ ফলে চরম দুর্ভোগ মাথাচাড়া দিয়েছে বাসিন্দাদের মধ্যে৷ এক বছরেরও বেশি সময় ধরে এই সমস্যায় ভুগছেন ছত্তিশগড়ের মহেন্দ্রগড়ের বাসিন্দারা৷ জানান হয়েছে প্রশাসনকে৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি৷ আর মিলবেই বা কী করে৷ বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই এমন চক্র কাজ করছে এলাকায়৷

Advertisement

[আধার কর্তৃপক্ষের নম্বর বিভ্রাটের কারণ প্রকাশ্যে, দায় স্বীকার নামী সংস্থার]

মহেন্দ্রগড়ের বাসিন্দাদের অভিযোগ, তাঁদের এলাকায় যে অ্যাম্বুল্যান্স রয়েছে প্রয়োজনে সেটিকে পাওয়া যায় না৷ বিশেষ করে স্কুল টাইমে ওই অ্যাম্বুল্যান্সের দেখা পাওয়া ভগবানের দেখা পাওয়ার সমান বলেই জানাচ্ছেন তাঁরা৷ কারণ, ওই সময়ে পড়ুয়াদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে ছোটে সেই অ্যাম্বুল্যান্স৷ সেটি ভাড়া খাটে স্কুল বাসের ভূমিকায়৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে এমন জ্বলন্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী৷ সমস্যা জানিয়ে তাঁরা শরণাপন্ন হয়েছেন প্রশাসনের, কিন্তু কোনও কাজ হয়নি৷ নিরুত্তাপ রয়েছে প্রশাসন৷ ওই অ্যাম্বল্যান্সের চালকের সঙ্গে কথা বলে প্রকাশ্যে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য৷ তিনি জানিয়েছেন, চিফ মেডিক্যাল অফিসারের নির্দেশেই নাকি রমরমিয়ে চলছে অ্যাম্বুল্যান্সের এই বেআইনি ব্যবহার৷

[সোপিয়ানে খতম ৫ জঙ্গি, এলাকায় জোর তল্লাশি ভারতীয় সেনার]

জানা গিয়েছে, যে স্কুলের হয়ে ভাড়া খাটে অ্যাম্বুল্যান্সটি, পাঁচ মাস আগেই একটি নতুন বাস কিনেছে সেই স্কুল কর্তৃপক্ষ৷ তবে কোনও অজ্ঞাত কারণে সেই বাস ব্যবহার করা হয় না৷ তার বদলে অ্যাম্বুল্যান্সে করে চলছে পড়ুয়াদের বাড়ি থেকে নিয়ে আসা ও বাড়ি পৌঁছে দেওয়ার কাজ৷ দেশের চিকিৎসা ব্যবস্থার এই বেহাল দশা দেখে অনেকেই বলছেন, এই ঘটনা প্রথম নয়৷ এর আগে, উত্তরপ্রদেশের কনৌজেও ধরা পড়েছে এমন চিত্র৷ সেখানে দেখা গিয়েছে অ্যাম্বুল্যান্সে করে রোগীর বদলে বহন করা হচ্ছে ব্যক্তিগত সরঞ্জাম এবং মালপত্র৷ যা নিয়েও বিতর্ক কম হয়নি৷ কিন্তু তাতেও যে খুব একটা লাভ হয়নি ছত্তিশগড়ের মহেন্দ্রগড়ের ঘটনা তারই প্রমাণ৷

The post স্কুলে ভাড়া খাটছে এলাকার একমাত্র অ্যাম্বুল্যান্স, চরম দুর্ভোগে বাসিন্দারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement