shono
Advertisement

Breaking News

দুর্নীতি করে থাকলে কাউকে রেয়াত করা হবে না, আদানি ইস্যুতে মুখ খুললেন অমিত শাহ

UPA আমলে ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, দাবি শাহর।
Posted: 08:59 PM Mar 18, 2023Updated: 08:59 PM Mar 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি করে থাকলে কাউকে রেয়াত করা হবে না, আদানি (Adani Group) ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আদানি ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই উত্তাল সংসদ। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই তদন্তের দাবিতে সরব হয়েছেন কংগ্রেস-সহ বিরোধীরা। এই অবস্থায় কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রীর দাবি, এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করছে সিবিআই (CBI) এবং ইডি (ED)।

Advertisement

শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে দাবি করেন, বর্তমানে যতগুলি দুর্নীতির তদন্ত হচ্ছে তার মধ্যে শুধুমাত্র দু’টি বিজেপি (BJP) সরকারের আমলের, বাকি মামলাগুলি ইউপিএ (UPA) জমানার। কংগ্রেসকে (Congress) কটাক্ষ করেন, “২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের এক বড় নেত্রী জানিয়েছিলেন, যদি তাঁরা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে থাকেন, তাহলে তদন্ত হোক।” শাহ বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপ করায় তিনিই এখন কান্নাকাটি করছেন।”

[আরও পড়ুন: ভিন্দ্রানওয়ালের স্মৃতি উসকে ফের অশান্ত পাঞ্জাব, কেন শুরু হয়েছিল খলিস্তানি আন্দোলন?]

শাহর বক্তব্য, আদালতে না গিয়ে বিরোধীরা চিৎকার চেঁচামেচি করছেন। বলেন, “আমি জনগণের কাছে জানতে চাই, কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হওয়া উচিত কি-না।” এরপরেই জানান, দু’টি মামলা ছাড়া বাকিগুলি ইউপিএ আমলের। শাহর দাবি, ১০ বছরের ইউপিএ শাসনকালে ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

[আরও পড়ুন: রাহুলের পাশে দাঁড়ানোয় মহুয়া মৈত্রকে ‘নগরবধূ’ বলে আক্রমণ, বিতর্কে বিজেপি বিধায়ক]

আদানি ইস্যুতে অমিত শাহর মন্তব্য, “সুপ্রিম কোর্ট (Supreme Court) অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে দুই সদস্যের কমিটি গঠন করেছে। যাঁদের কাছে যা প্রমাণ রয়েছে, তাঁদের (বিচারপতিদের) কাছে জমা দিন। দুর্নীতি করে থাকলে কাউকে রেয়াত করা হবে না। প্রত্যেকের বিচারব্যবস্থায় আস্থা রাখা উচিত। সুপ্রিম কোর্ট সেবিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement