shono
Advertisement

১০ ফেব্রুয়ারি বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, কোচবিহারে সূচনা করবেন মেগা রথযাত্রার

৬ ফেব্রুয়ারি বঙ্গে রথযাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা।
Posted: 11:25 PM Feb 02, 2021Updated: 11:33 PM Feb 02, 2021

নন্দিতা রায়, দিল্লি: রাজ্য অনুমতি না দিলেও বাংলায় বিজেপির রথযাত্রা হবেই, সূত্র মারফত আগেই তা জানা গিয়েছিল। দিল্লিতে কোর কমিটির বৈঠক শেষে মঙ্গলবার কৈলাস বিজয়বর্গীয় জানালেন, ৬ ফেব্রুয়ারি বাংলায় পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা। কোচবিহারে মেগা রথযাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Advertisement

বাংলা দখলের লক্ষ্যে একুশের নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। উদ্দেশ্য, রাজ্যের সবকটি বিধানসভা আসনেই পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু কবে থেকে শুরু করা হবে তা নিয়ে আলাপ আলোচনা চলছিল। কিছুদিন আগে সম্ভাব্য দিনক্ষণও জানা গিয়েছিল। প্রকাশ্যে এসেছিল রুটও। পাশাপাশি রাজ্য অনুমতি দেবে কি না, তা নিয়ে টানাপোড়েন জারি। এসবের মাঝে মঙ্গলবার দিলীপ ঘোষের দিল্লির বাড়িতে কোর কমিটির বৈঠক শেষে রথযাত্রার সূচি জানালেন কৈলাস।

[আরও পড়ুন: একুশের নির্বাচনে হবে ‘গুলির খেলা’! অনুব্রতকে পালটা হুঁশিয়ারি দিয়ে বিতর্কে বিজেপি নেতা]

জানা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনিই উদ্বোধন করবেন রথযাত্রা কর্মসূচির। চলতি মাসের ১০ তারিখে দু’দিনের সফরে বাংলায় আসবেন অমিত শাহ। ১১ তারিখ কোচবিহারে থাকবেন তিনি। সেখানে রথযাত্রার সূচনা করবেন। বঙ্গ সফরে এসে ঠাকুরনগরেও সভা করবেন শাহ। উল্লেখ্য, এদিন দিল্লির বৈঠক থেকে বেশ কিছুটা আগেই বেরিয়ে পড়েন শুভেন্দু অধিকারী।

[আরও পড়ুন: হলদিয়ায় মোদির অনুষ্ঠানে আমন্ত্রিত শিশির অধিকারী, দেব, দলবদলের আবহে জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement