shono
Advertisement

ভিডিও গেম! চোখে বিস্ময় নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল ক্রাইস্টচার্চের খুদে

ক্রাইস্টচার্চের জঙ্গি হামলায় নিহত সর্বকনিষ্ঠ সোমালি শিশু মুকাদ৷ The post ভিডিও গেম! চোখে বিস্ময় নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল ক্রাইস্টচার্চের খুদে appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Mar 18, 2019Updated: 04:38 PM Mar 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা মোজায় ঢাকা ছোট্ট পা তখনও আঁকড়ে ধরে রাখা ছিল৷ যাতে না পিছলে পড়ে যায় বছর তিনের খুদে৷ তড়িঘড়ি চোখ বন্ধ অবস্থায় মুকাদকে নিয়ে অ্যাম্বুল্যান্সে তোলা হয়েছিল৷ ব্যস, সেটাই শেষ দৃশ্য৷ তারপর সব ঝাপসা৷ তিন বছরের মুকাদ ইব্রাহিমকে আর কোনওদিন দেখবে না তার পরিবার৷

Advertisement

ইন্দোনেশিয়ায় জোড়া বিপর্যয়, হড়পা বান-ভূমিকম্পে মৃত বেড়ে অন্তত ৭৯

গত শুক্রবার নিউজিল্যান্ডের মসজিদে ভয়ংকর সন্ত্রাসবাদী হামলায় নিহত ৫০ জনের মধ্যে সর্বকনিষ্ঠ মুকাদ ইব্রাহিম৷ ওইদিন বাবা এবং দাদার হাত ধরে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে গিয়েছিল মুকাদ৷ বড়রা নমাজ পড়ছিলেন৷ আর খুদেটি ইতিউতি ঘুরছিল৷ এমনই সময়ে বন্দুক চালাতে চালাতে মসজিদের ভিতরে ঢুকে পড়ে আততায়ী ব্রেন্টন ট্যারান্ট৷ শুরু হয় তাঁর ধ্বংসযজ্ঞ৷ ঘটনাস্থল থেকে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই খবর আসে, ছোট্ট মুকাদ নিহত৷ ওইটুকু ভাইয়ের তুলতুলে, নিথর দেহ দেখে কিশোর দাদা আবদি আর কষ্ট চেপে রাখতে পারেনি৷ সোশ্যাল মিডিয়ায় সেদিনের ভয়াবহ স্মৃতির কথা লিখেছে আবদি৷ মুকাদের ছবি দিয়ে সে লিখেছে, বারবার ভাইয়ের দুটো বড়, বাদামি চোখের কথা মনে পড়ছে তার৷ কী প্রাণবন্ত ছিল ওইটুকু ছেলে৷

বছর কুড়ি আগে আফ্রিকার সোমালিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে সেখান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে আশ্রয় নিয়েছিল মুকাদ ইব্রাহিমের পরিবার৷ সেই থেকে এটাই তাঁদের দেশ৷ শান্ত, নিরাপদ দেশ৷ এদেশের মাটিতে যে এমন একটা ঘটনা তাঁদের ছেলেকে কেড়ে নেবে, এমন দুঃস্বপ্নেও ভাবেননি মুকাদের বাবা, মা৷ বাবা আদান জানাচ্ছেন, ‘সেদিন ওকে ইচ্ছে করেই বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম৷ শুক্রবার তো আমাদের খুব আনন্দের দিন৷ নমাজ পাঠের পর ছেলেরা সব হ্যাগলিতে গিয়ে ফুটবল খেলে৷ ও ফুটবল দেখতে ভালবাসত৷ তাই ভাবলাম, হ্যাগলির মাঠে ওকে নিয়ে যাব৷’ কান্নাজড়ানো গলায় তিনি বলছেন, ‘সবে প্রার্থনা শেষ করে, খাবারটা মুখে তুলেছিলাম৷ বন্দুকের আওয়াজ শুনে সব থমকে গিয়েছিলাম৷ আর আমার ছোট্ট ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল৷ বন্দুকবাজের কীর্তি দেখে ও বুঝতেই পারেনি, এটা বাস্তব৷ ভাবছিল বোধহয় ভিডিও গেম৷ তাই ওভাবে দেখছিল৷ আর সেটাই কাল হল৷ গুলি থেকে রেহাই পেল না ও৷’

ক্রাইস্টচার্চে গুলিতে ঝাঁজরা স্ত্রী, তবুও খুনিকে ক্ষমা করলেন পঙ্গু স্বামী

কিন্তু বাস্তব পরিস্থিতিতে দেশটা আর আগের মতো এত শান্ত, সুন্দর রইল না৷ মুকাদের মৃত্যুতে শুধু তার পরিবারই নয়, মূহ্যমান হয়ে পড়েছে নিউজিল্যান্ডের সোমালি সমাজ৷ তিন বছরের ছোট্ট ছেলেটিকে চিনত সবাই৷ ওর মধ্যে বড় কিছু হওয়ার একটা সম্ভাবনা দেখেছিলেন তাঁরা৷ কিন্তু সেই সম্ভাবনার সামান্যতম প্রকাশিত হওয়ার আগেই শেষ হয়ে গেল একটা জীবন৷

The post ভিডিও গেম! চোখে বিস্ময় নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল ক্রাইস্টচার্চের খুদে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement