shono
Advertisement

কঙ্গোয় বিস্ফোরণে হত তিন ভারতীয়-সহ এক শিশু

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
Posted: 10:38 PM Nov 08, 2016Updated: 05:18 PM Nov 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গোর গোমা শহরে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল চারজনের। তার মধ্যে তিনজনই ভারতীয় শান্তিরক্ষক বলে জানা গিয়েছে, রয়েছে এক শিশুও। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বে অবস্থিত গোমা শহরে প্রাণঘাতী বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয়েছেন আরও ৩২ জন ভারতীয় নাগরিক।

Advertisement

ইসমাইল সালুমু নামক এক নিকটবর্তী মসজিদের ইমাম জানিয়েছেন, গোমা শহরের পশ্চিমে কেশরোতে পাহারা দেবার সময় সকাল বেলা এই বিস্ফোরণ ঘটে এবং তাতেই প্রাণ হারান ভারতীয় শান্তিরক্ষকরা। তিনি আরও বলেন, কঙ্গোর এই সমস্ত এলাকায় সবমিলিয়ে ১৮ হাজার শান্তিরক্ষককর্মী কাজ করেন।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement