প্রসূন বিশ্বাস: চেন্নাইয়িন ম্যাচ অতীত। ঘরের মাঠে আওয়েন কোলের দলের কাছে শেষ মুহূর্তে গোল হজম করায় হার মানতে হয়েছিল মোহনবাগানকে। সেই হারের ধাক্কা সামলে উঠে শনিবার রাজধানীতে খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ পাঞ্জাব।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে থাকবেন না দর্শক। চোটের জন্য নেই মোহনবাগানের প্রাণভোমরা সাহালও। মায়েস্ত্রো আন্তোনিও লোপেজ হাবাসের হাতে রিমোট কন্ট্রোল থাকবে কিনা সেটাও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছেন পেত্রাতোসরা। জিতলে মোহনবাগান টিকে থাকবে লিগ-শিল্ড জয়ের দৌড়ে।
পাঞ্জাবের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে বাগান শিবিরে। দলের মস্তিষ্ক আন্তোনিও হাবাস কি থাকবেন ডাগ আউটে? তিনি থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য কোথায় তা দেখা গিয়েছে চেন্নাইয়িনের বিরুদ্ধে। কিন্তু সেই হাবাস অসুস্থতার কারণে মোহনবাগানের অনুশীলনে নেই। আজ শুক্রবারও অনুশীলনে উপস্থিত ছিলেন না স্প্যানিশ কোচ।
[আরও পড়ুন: ‘আফ্রিদি-রউফের ভিডিও দেখানো হচ্ছে ময়ঙ্ককে’, হাস্যকর দাবি করে ট্রোলিংয়ের মুখে পাক সাংবাদিক]
শনিবার তিনি সুস্থ থাকেন কিনা দেখা হবে। সুস্থ থাকলে তাঁকে আপৎকালীন ভিত্তিতে পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে। ফলে হাবাসকে নিয়ে সংশয় একটা থাকছেই। এতরকম প্রতিবন্ধকতা থাকলেও মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু অবশ্য বলছেন, ''আমাদের ফোকাস শুধুই পাঞ্জাব ম্যাচের দিকে। হাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আমাদের। সাহালেরও চোট রয়েছে। তবে ভেবে দেখতে হবে, মরশুমে অনেক প্লেয়ারেরই চোটআঘাত ছিল। আনোয়ারের চোট ছিল। সেই জায়গায় দীপেন্দু খেলেছে। আমরা ম্যাচ জিতেছি। আমাদের দলটা এই কারণেই খুব শক্তিশালী। যারা নামে তারা নিজেদের সেরাটা দেয়। আপাতত সব ভুলে আমাদের পাঞ্জাব ম্যাচ নিয়েই ভাবতে হবে। ম্যাচটা জিততে হবে। তার পরে বাকি ম্যাচগুলোর কথা ভাবব।''
কিন্তু সমর্থক না থাকা! যে কোনও দলের চালিকা শক্তিই তো দর্শকরা। দ্বাদশ ব্যক্তির কাজ করেন তারা। সেই সমর্থকদের অনুপস্থিতি প্রসঙ্গে মোহনবাগান অধিনায়ক বলছেন, ''সমর্থকদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭০-৮০ মিনিটের পরে আমরা ক্লান্ত হয়ে পড়লে ওঁরা আমাদের উৎসাহ দেন। আমরা উজ্জীবিত হয়ে উঠি। দুর্ভাগ্যবশত সমর্থকরা মাঠে থাকবেন না। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের খেলতে হবে। এই ম্যাচ জিতলে পরবর্তী ম্যাচগুলো ফাইনাল মনে করে খেলতে নামতে পারব।'' গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আন্তোনিও লোপেজ হাবাসই কিন্তু চর্চায়।
[আরও পড়ুন: এখনই যুদ্ধ বন্ধ করুন, নাহলে অবস্থান পালটাবে আমেরিকা, ‘বন্ধু’ নেতানিয়াহুকে হুঁশিয়ারি বাইডেনের]