সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৯ সালে ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবির ‘জয় হো’ গানের জন্য অস্কার জিতেছিলেন এ আর রহমান। RRR ছবির ‘নাটু নাটু’ গান অস্কার পেতেই অস্কার নস্ট্য়ালজিয়ায় ভেসে গেলেন রহমান। টুইট করে রাজামৌলি, সঙ্গীত পরিচালক এমএম কিরাবাণীকে, গীতিকার চন্দ্রবোসকে শুভেচ্ছা জানালেন রহমান। রহমান লিখলেন, ”তোমাদেরও জয় হোক”!
সোমবার। সপ্তাহের প্রথম দিনই সারা ভারতের চোখ ছিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। প্রত্যাশা পূরণ হল। ‘RRR’ সিনেমার ‘নাতু নাতু’ গান পেল সেরা অরিজিনাল সংয়ের পুরস্কার। অস্কার উঠল সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের হাতে। উচ্ছ্বাসে ফেটে পড়ে রাজামৌলি ও ‘RRR’ টিম।
[আরও পড়ুন: ‘একা নয়, সবাইকে নিয়ে মরব!’ সোশ্যাল মিডিয়ায় সুইসাইড নোট লিখলেন অভিনেত্রী পায়েল ঘোষ ]
বেশ কিছুদিন ধরেই আমেরিকায় রয়েছেন পরিচালক রাজামৌলি এবং তাঁর টিম। চুটিয়ে ‘RRR’ সিনেমা ও ‘নাতু নাতু’ গানের প্রচার করেছেন রামচরণ, জুনিয়র এনটিআর, কিরাবাণীরা। সেই প্রচারের ফল মিলল। অস্কার হাতে নিয়েই গান গেয়ে ওঠেন সুরকার এমএম কিরাবাণী। গানের মাধ্যমেই তিনি পরিচালক রাজামৌলি ও টিমকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেন। একই সঙ্গে সুরেলা মেজাই বলেন, “দেশবাসীর গর্ব RRR।”
অস্কারের ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পরিচালক রাজামৌলি। তাঁর কাছে এ যেন এর পরাবাস্তব অভিজ্ঞতা। পুরস্কার জেতার পর কিরাবাণীকে পাশে নিয়ে একথাই বলেন তিনি।
[আরও পড়ুন: আরও জটিল হচ্ছে সতীশ কৌশিকের মৃত্য রহস্য, ব্যবসায়ী বিকাশের স্ত্রীকে ফের তলব দিল্লি পুলিশের ]