সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে দ্বিতীয় বিয়েটি সেরেছিলেন। সে খবর দিনের আলোয় আসতে দেননি বাংলাদেশি ক্রিকেটার আরাফত সানি। কিন্তু তার জন্য চরম বিপাকে পড়তে হল তাঁকে। প্রথমে জানা গিয়েছিল, নাসরিন সুলতানা নেহাতই তাঁর প্রেমিকা। যিনি সানির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তাঁদের অশালীন ছবি পোস্টের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে গত জানুয়ারিতে গ্রেপ্তারও করা হয়েছিল বাঁ-হাতি স্পিনারকে। কিন্তু পরে সানি স্বীকার করে নেন, নাসরিন তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁরা যে বিবাহিত, সে খবর লোকসমক্ষে আসেনি এতদিন। এবার সেই ঘটনার সত্যতা মেনে নিয়েছেন সানি।
বাংলাদেশে অবশ্য একের বেশি বিবাহের প্রচলন রয়েছে। এক ব্যক্তির চার পত্নী থাকাও নিয়মবিরুদ্ধ নয়। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অশালীন ছবি পোস্ট করার অভিযোগে শ্রীঘরে যেতে হয়েছিল সানিকে। গত মার্চে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু বুধবার নাসরিনের আইনজীবী আদালতকে সানির জামিন খারিজ করে দেওয়ার আবেদন জানান। আইনজীবী দিলওয়ার জাহান রুমি এমন আবেদনের কারণও জানান। বলেন, সানি নিজের প্রতিশ্রুতি ভেঙেছেন। তিনি বলেছিলেন, নাসরিনকে প্রয়োজনীয় অর্থ দেবেন এবং তাঁর সঙ্গে সংসার পাতবেন। কিন্তু বাস্তবে এমনটা করেননি।
[ফরাসি ওপেন জিতে প্রথমবার গ্র্যান্ড স্লাম খেতাব বোপন্নার]
এদিকে, সানির আইনজীবী জুয়েল আহমেদ জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জন্য সানিকে চাপ দিচ্ছিলেন নাসরিন। যদিও সানি সেই অভিযোগ মেনে নেননি। আহমেদ বলেন, “আমরা আদালতকে জানিয়েছিলাম, সানি দুই স্ত্রীকেই সঙ্গে রাখতে চেয়েছিলেন। নাসরিনের জন্য একটি বাড়ি ভাড়াও নিয়েছিলেন তিনি। কিন্তু নাসরিন সেখানে থাকতে রাজি হননি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়েছিলেন তিনি।”
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশনে সন্দেহের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। তারপর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটেই মন দিয়েছিলেন তিনি। নাসরিনের আনা অভিযোগে দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। সাইবার ক্রাইম ধারায় দিতে হবে ১ কোটি টাকা জরিমানাও। শুধু তাই নয়, দেশের জার্সি গায়ে ১৬টি ওয়ানডে খেলা বোলারকে ক্রিকেট থেকে নির্বাসিতও করা হতে পারে। মামলার পরবর্তী শুনানি ৬ জুলাই।
[হিন্দু সংস্কৃতি নিয়ে ‘বিদ্রূপ’ আফ্রিদির, ভাইরাল ভিডিও]
The post দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘর করতে চান এই বাংলাদেশি ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.