shono
Advertisement

Breaking News

জওয়ানের অঙ্গচ্ছেদের বদলা নিল ভারতীয় সেনা

যোগ্য জবাব! The post জওয়ানের অঙ্গচ্ছেদের বদলা নিল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:05 PM Nov 23, 2016Updated: 10:35 AM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভারতীয় সেনা জওয়ানের অঙ্গচ্ছেদের ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারতীয় সেনাবাহনী৷ গুলির বদলা হিসাবে ফিরিয়ে দিল পাল্টা আক্রমণ৷ বারংবার হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করার কারণে এদিন সীমান্তবর্তী এলাকা পুঞ্চ, রাজৌরি, মাচিল এবং কেল অঞ্চলে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানায় ভারতীয় বাহিনী৷ পাল্টা উত্তর দেয় পাক সেনাবাহিনীও৷

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার মাচাল সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক বাহিনী৷ আক্রমণে নিহত হন তিন জওয়ান৷ সেই সঙ্গে এক জওয়ানের অঙ্গচ্ছেদ করে পাক বাহিনী৷ এই হামলার বদলা নেওয়া হবে বলে হুমকি দিয়েছিল ভারতীয় সেনা৷ বুধবার ভোর না হতেই নিজেদের কথা রেখেছেন তাঁরা৷

The post জওয়ানের অঙ্গচ্ছেদের বদলা নিল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement