সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন উপলক্ষে ইস্তেহার প্রকাশ করেছে আম আদমি পার্টি (AAP)। যেখানে বিরোধী শিবির ক্ষমতায় এলে কেজরির ১০ গ্যারান্টির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করতে গিয়েই প্রশ্নের মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)। সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হল বিরোধী জোটের মুখ কি আপনি? যদিও কেজরিওয়াল স্পষ্ট জানালেন, প্রধানমন্ত্রীর দৌড়ে তিনি নেই। তবে বিরোধী জোট ক্ষমতায় এলে এই ১০ গ্যারান্টি অবশ্যই পূরণ হবে।
আপের ইস্তেহার প্রকাশের মঞ্চে কেজরিওয়ালকে সরাসরি প্রশ্ন করা হয় তিনি বিরোধী জোটের মুখ্যমন্ত্রী মুখ কীনা? উত্তরে তিনি বলেন, 'না। আমি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই।' স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যদি তিনি প্রধানমন্ত্রী মুখ না হন সেক্ষেত্রে বিরোধীরা ক্ষমতায় এলে কীভাবে পূরণ হবে কেজরিওয়ালের ১০ গ্যারান্টি? এই ইস্তেহার নিয়ে তিনি কি বিরোধী জোটের সঙ্গে কোনও আলোচনা করেছেন? উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ''বিরোধী জোট ক্ষমতায় এলে অবশ্যই পূরণ হবে কেজরিওয়ালের ১০ গ্যারান্টি''।
[আরও পডুন: মোদির ‘মঙ্গলসূত্র’ থেকে মমতার হিন্দি শায়েরি, রচনা-দিলীপের ডায়লগে জমজমাট বাংলার ভোট]
পাশাপাশি বিরোধী শিবিরের সঙ্গে ইস্তেহার নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, ''জোট শরিকদের সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করিনি ঠিকই, তবে আমার বিশ্বাস এ নিয়ে ইন্ডিয়া জোটের সদস্যদের কোনও সমস্যা হবে না। আমি নিশ্চিত ভাবে বলছি এই প্রতিশ্রুতি পূরণ হবেই।'' তবে জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা না করে এমন ঘোষণার জন্য ক্ষমাও চেয়ে নেন দিল্লির মুখ্যমন্ত্রী। বলেন, "আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় কম অর্ধেক ভোটও হয়ে গিয়েছে। তবে আমি জানি স্কুল হাসপাতাল খোলায় ওদের কোনও আপত্তি থাকবে না।"
[আরও পডুন: ‘খলিস্তান জিন্দাবাদ’, মেট্রো স্টেশনে লেখা স্লোগান ঘিরে শোরগোল রাজধানীতে]
এদিকে জেলমুক্তির পর জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে এক রোড শোতে উপস্থিত হয়ে জনতার উদ্দেশে বলেন, ''যদি আপনার সকলে মিলে 'ঝাঁটা'র(আপের নির্বাচনী প্রতীক) বোতাম চাপেন তাহলে আমাকে আর জেলে যেতে হবে না। আপনাদের হাতেই রয়েছে আমার জেল যাত্রা আটকানোর ক্ষমতা।" একইসঙ্গে বলেন, "বিজেপি আমাকে কেন জেলে পাঠিয়েছে, কী অপরাধ করেছি আমি? এটাই কী আমার অপরাধ যে আমি ভাল স্কুল তৈরি করেছি আপনাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে? আপনারা অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে লাখ লাখ টাকা খরচ না করে মহল্লা ক্লিনিকের ব্যবস্থা করেছি এটাই আমার অপরাধ? তাহলে এমন অপরাধ আমি আরও করব।" উল্লেখ্য, কেজরির ১০ গ্যারান্টিতে আপের তরফে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা, অগ্নিবীর প্রত্যাহার, কৃষকদের জন্য সুবিধা-সহ আরও একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।