দেবাশিস সেন, কলম্বো: এশিয়া কাপে দ্বিতীয়বার ভারত-পাক মহারণ নিয়ে ক্রিকেট দুনিয়া যতই মেতে থাকুক, সুপার ফোরের মহারণেও কিন্তু বৃষ্টির আশঙ্কা ভালমতোই রয়েছে। এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাক প্রথম ম্যাচ যেমন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল, ঠিক তেমনটা হওয়ার আশঙ্কা রয়েছে রবিবারও। তবে, সেই আশঙ্কার কালো মেঘের মধ্যে সামান্য হলেও আশার আলো দেখাচ্ছে এদিনের সকালের আবহাওয়া।
রবিবার সকালে কলম্বোয় রীতিমতো রোদ ঝকঝকে আবহাওয়া। সমুদ্রের ধারে তাকালে বোঝার উপায় নেই, যে এখানেই দুপুরের পর থেকে প্রায় ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার হাওয়া অফিস বলছে, রবিবার সারা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলম্বোতে। দুপুর দুটোর পর বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০-৮০ শতাংশ। এর আগে এই এলাকায় প্রায় ৯০ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। সেটা খানিকটা কমেছে।
[আরও পড়ুন: পাকিস্তানের তিন আগুনে পেসারকে খেলা বাড়তি চাপের! সত্যিটা মেনে নিলেন শুভমান]
আরও একটা আশার কথা হল, বৃষ্টির পূর্বাভাস শনিবারও ছিল। তাও শনিবার গোটা ম্যাচ হয়েছে। এবং বৃষ্টি একটুও বাদ সাধেনি। ক্রিকেট সমর্থকদের আশা শনিবারের মতো রবিবারটাও যেন উতরে যায়। তবে সে সম্ভাবনা কম। কারণ এদিনের বৃষ্টির পূর্বাভাস শনিবারের চেয়ে অনেকটাই বেশি। শুরুতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া দপ্তর। প্রতি ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে হাওয়াও বইতে পারে।
[আরও পড়ুন: সমারবিক্রমার ব্যাট, শনাকার বোলিংয়ের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়]
তবে আবহাওয়ার পূর্বাভাস অনেক সময়ই মেলে না। বরুণদেব অনেক সময়ই চমক দেন। রবিবারও তেমন চমকের আশায় বুক বাঁধছেন ক্রিকেটপ্রেমীরা। তাছাড়া এদিন সকালের আবহাওয়ায় ঝকঝকে। আর নিতান্তই যদি বৃষ্টি হয়, তাহলেও সোমবার এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।