অভিষেক চৌধুরী, কালনা: লোকসভায় বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নাকি চতুর্থ শ্রেণি পাশ! সেই নিয়ে প্রশ্ন উঠেছে দলেরই অন্দরে। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে সোমবার নিজের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে রামকৃষ্ণদেব ও বিবেকানন্দে লেখাপড়া তুলনা টেনে ফের বিতর্কে জড়ালেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।
দলীয় প্রার্থী অসীমবাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর তথা বিধানসভার বিজেপি প্রার্থী গোবর্ধন দাস। বলেন,“জমা দেওয়া নির্বাচনী হলফনামা থেকে জানা যায় অসীম সরকার ফোর ক্লাস পাশ। আমি পূর্বস্থলীর একজন ভোটার হিসাবে বলছি উনি গানে এক্সপার্ট। গান করেই কি আমাদের দাবিদাওয়া উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারবেন? এটাই আমার প্রশ্ন।” তাঁর সংযোজন, “দলের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।তবে একজন উচ্চশিক্ষিত ভূমিপুত্র কি প্রার্থী হতে পারত না?"
[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]
এ প্রশ্নের জবাব দিতে গিয়ে অসীম সরকার বলেন,“আমি যতটুকু লেখাপড়া জানি, উনি জানেন যেটা, সেটাই তো বলেছেন উনি। খারাপ কিছু বলেননি তো।” এর পরেই তিনি জানান,“তবে আমি একটা জিনিস জানি, শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিনি ‘ক’ লিখতে পারতেন না। চন্ডীর ‘চ’ লিখতে পারতেন না। কিন্তু বিএ পাশ নরেন দত্ত তাঁর শ্রীপাদপদ্মে আত্মনিবেদন করেছিল।”
নিজের যোগ্যতার প্রশ্নে তাঁদের শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গকে টেনে এনে হঠাৎ করে তিনি এই তুলনা কেন করলেন এই নিয়ে অসীম সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,“তৃণমূলদের কাছে জিজ্ঞাসা করুন মা সারদার সঙ্গে যখন মমতাদেবীর তুলনা দেওয়া হয়, সেটা আপনারা কোন চোখে দেখেন? আর আমি তো উদাহরণ দিয়েছি যে শুধু আক্ষরিক জ্ঞান থাকলেই সমস্ত কিছু হয় না। এমন এমন মানুষ আছে যারা কম লেখাপড়া জেনেও তারা অনেক জ্ঞানী হয়।”