shono
Advertisement

Breaking News

Maharashtra: প্রবল বৃষ্টি আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৯, নিখোঁজ বহু

প্রায় সাড়ে ৮৪ হাজার মানুষকে পুণের কাছে নিরাপদ এলাকায় সরিয়ে আনা হয়েছে।
Posted: 08:58 AM Jul 24, 2021Updated: 08:58 AM Jul 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ে মহারাষ্ট্রে (Maharashtra) বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টি ও ভূমিধসের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১২৯ জন। বিপদসংকুল এলাকায় এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হয়েছে।

Advertisement

একটানা প্রবল বর্ষণে বিধ্বস্ত মহারাষ্ট্রের রত্নগিরি, রায়গড় এবং সাতারা। তিন জেলাতেই আকাশ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অনেকের। ভেসে গিয়েছে ঘর-বাড়ি। জলের তলায় রাস্তাঘাট, দোকান-বাজার। জানা গিয়েছে, গত দু’দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২৯ জন। এঁর মধ্যে বৃহস্পতিবার রায়গড় জেলার তালাই গ্রামে ভূমিধসের (Landslide) কারণে মৃত্যু হয়েছে ৩৮ জনের। মহারাষ্ট্র বিপর্যয় মোকাবিলা দপ্তরের সিনিয়র আধিকারিক জানান, ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে রাজ্যের ছবিটা। ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। জোর কদমে চলছে উদ্ধারকাজ। ভূমিধসে ও প্রবল বৃষ্টিতে আটকে পড়েছেন বহু। হেলিকপ্টারের মাধ্যমে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ৮০-৮৫ জন। 

[আরও পড়ুন: সম্প্রীতির নজির, কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য জমি দিলেন মুসলিমরা, পালটা সৌজন্য হিন্দুদেরও]

জানা গিয়েছে, নৌসেনা বাহিনী, উপকূলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ মোট ১৫ টি দল সর্বহারা মানুষগুলিকে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৮৪ হাজার মানুষকে পুণের কাছে নিরাপদ এলাকায় সরিয়ে আনা হয়েছে। যাঁদের মধ্যে কোলাপুর জেলারই ৪২ হাজারের বেশি বাসিন্দা রয়েছেন।

ইতিমধ্যেই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আটকে পড়াদের দ্রুত উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, ঘটনায় কেন্দ্র সরকারের তরফে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে।

[আরও পড়ুন: ভারতে আসছেন মার্কিন বিদেশ সচিব, মোদি-ব্লিঙ্কেন বৈঠকে উঠবে Afghanistan ইস্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement