shono
Advertisement

তাপস, সৌগতর বিরুদ্ধে মানহানির মামলার পথে বাবুল

তাপস পাল, তাঁর স্ত্রী নন্দিনী পাল ও সৌগত রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন তিনি৷
Posted: 08:47 PM Jan 05, 2017Updated: 03:22 PM Jan 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ তাপস পাল গ্রেপ্তার হওয়ার পরই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব৷ রোজভ্যালি কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জড়িত রয়েছেন বলে প্রথম তোপটি দাগেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর সৌগত রায় থেকে তাপস পাল – সকলেই বাবুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন৷ এবার পাল্টা আক্রমণের পথে হাঁটতে চলেছেন বাবুল৷ তাপস পাল, তাঁর স্ত্রী নন্দিনী পাল ও সৌগত রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন তিনি৷

Advertisement

বৃহস্পতিবার এ কথা জানিয়ে বাবুল জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে এ ব্যাপারে কথাও হয়েছে তাঁর৷ কলকাতায় বিজেপি কার্যালয় ভাঙচুর নিয়েও এদিন ক্ষোভ উগরে দেন বাবুল৷ কলকাতায় তাঁর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে৷ অভিযোগের তির তৃণমূলের দিকেই৷ যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি৷ জানিয়েছেন, বাড়ির সকলে সুস্থ আছেন, এর বেশি কিছু বলার নেই৷ কিন্তু দলীয় কার্যালয় ভাঙচুর নিয়ে যে তিনি ক্ষুব্ধ তা জানাতে দ্বিধা করেননি৷ জানিয়েছেন, দলীয় কর্মীদের উপর এই আক্রমণ একেবারেই অনুচিত কাজ৷

প্রসঙ্গত, তাপস পালের গ্রেপ্তারির পর থেকেই বাবুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ সাংসদ ডেরেক ও’ব্রায়ান একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রোজভ্যালির প্রশংসা শোনা যায় বাবুলের মুখে৷ তাঁর বিয়ের একটি ছবিও পোস্ট করেন ডেরেক, যেখানে উপস্থিত ছিলেন সাহারা কর্তা সুব্রত রায়৷ এই ছবি ও ভিডিও সামনে রেখেই বাবুলের সঙ্গে রোজভ্যালির আঁতাত প্রমাণ করতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব৷ তাপস পালের মুখেও শোনা গিয়েছে তাঁর নাম৷ এ ব্যাপারে আগে বাবুল জানিয়েছিলেন, অন্য অনেক শিল্পীর মতোই বিল মিটিয়েই ক্রোম হোটেলে আতিথেয়তা নিয়েছিলেন তিনি৷ তাতেও আক্রমণ থামেনি তৃণমূলের৷ আর এবার তাই সরাসরি আইনি আক্রমণেই পথেই হাঁটতে চলেছেন বাবুল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement