shono
Advertisement

রাজ্যের সব নির্বাচন ব্যালটে হবে, একুশের মঞ্চ থেকে ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

ব্যালটে ভোট করে দেশকে পথ দেখাবে বাংলা, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ The post রাজ্যের সব নির্বাচন ব্যালটে হবে, একুশের মঞ্চ থেকে ঘোষণা তৃণমূল সুপ্রিমোর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Jul 21, 2019Updated: 02:23 PM Jul 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম নয়, ব্যালট চাই৷ লোকসভা ভোট পরবর্তী প্রথম একুশে জুলাই এই স্লোগানকে সামনে রেখেই উদযাপিত হচ্ছে৷ আর শ্রাবণ দুপুরে ভরা রোদে শহিদ সমাবেশে সেই স্লোগানেই শান দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করে দিলেন, রাজ্যস্তরের সমস্ত নির্বাচন ব্যালটে করবে রাজ্য নির্বাচন কমিশন৷ এভাবেই বাংলা ইভিএমের বিরুদ্ধে গিয়ে ব্যালট এনে দেশকে পথ দেখাবে৷

Advertisement

[আরও পড়ুন: সোনভদ্রে দলিতদের খুন করেছে বিজেপি, একুশের মঞ্চ থেকে তোপ মমতার]

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে সংগঠনের তেমন কোনও শক্তি ছাড়াই এরাজ্যে অভাবনীয় ফলাফল করেছে ভারতীয় জনতা পার্টি৷ ৪২-এর মধ্যে ১৮টি আসনেই জিতেছে৷ তাতে রাজ্যের শাসকদল স্বভাবতই কিছুটা চাপে পড়েছে৷ উনিশের ভোট তাই ‘হিস্ট্রি’ নয়, ‘মিস্ট্রি’ – এই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো৷ কোথাও কোথাও ইভিএম কারচুপির অভিযোগও উঠেছে৷ সেই কারচুপির অভিযোগে একযোগে সরব হয়েছে বিভিন্ন আঞ্চলিক দল৷ তারপরই রাজ্যের শাসকদল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুর বেঁধে দিয়েছিলেন, এবছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ হবে ইভিএম নয়, ব্যালট ফেরাতে হবে – এই লক্ষ্যকে সামনে রেখে৷ সেইমত সর্বস্তরেই প্রস্তুতি চলেছে৷

২১ জুলাইয়ে ধর্মতলায় যুব তৃণমূলের শহিদ সমাবেশ থেকে দলের একাধিক নেতা অভিযোগ তুলেছিলেন, ইভিএমে ভোট হলে, বিজেপির জয় হচ্ছে৷ আর ব্যালটে ভোটের ফলাফলে তারা ধরাশায়ী৷ এনিয়ে কর্ণাটক, মুম্বই-সহ একাধিক জায়গার পুরভোটে বিজেপির শোচনীয় ফলাফলের কথা উল্লেখ করেছেন৷ আর তাকে সামনে রেখেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করছেন, ইভিএম কারচুপি করার মাধ্যমেই বিজেপি সমস্ত ভোট জিতছেন৷

[আরও পড়ুন: কলকাতায় থেকেও একুশের সমাবেশে গেলেন না অনুব্রত, কারণটা কী?]

আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করে দিলেন, ইভিএম বাতিল করে ব্যালট ফিরিয়ে আনতে পথ দেখাবে বাংলা৷ রাজ্য নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত ভোট হবে যেমন পঞ্চায়েত, পুরসভা নির্বাচন ব্যালটেই হবে৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অন্যান্য দেশগুলিতে কেন ব্যালটে ভোট হয়? আমরাও ব্যালট ফিরিয়ে আনব৷ নিজেদের স্থানীয় প্রশাসনের ভোটে ইভিএম ব্যবহার করব না, ব্যালট ফিরিয়ে আনব৷ আমরাই দেশকে পথ দেখাব৷’ তাঁর এই সুরেই এবছরের ধর্মতলার শহিদ সমাবেশ মুখর হয়ে উঠল ব্যালটের দাবিতে৷       

The post রাজ্যের সব নির্বাচন ব্যালটে হবে, একুশের মঞ্চ থেকে ঘোষণা তৃণমূল সুপ্রিমোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement