shono
Advertisement

বাংলাদেশে রেকর্ড গড়ল সংক্রমণ! একদিনেই আক্রান্ত ৪০০৮ জন

করোনায় আক্রান্ত হয়ে বুধবার প্রাণ হারালেন ৩ চিকিৎসক। The post বাংলাদেশে রেকর্ড গড়ল সংক্রমণ! একদিনেই আক্রান্ত ৪০০৮ জন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:57 PM Jun 17, 2020Updated: 04:57 PM Jun 17, 2020

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে ক্রমেই ভয়ের আকার নিচ্ছে করোনার সংক্রমণ। বুধবার রেকর্ড মাত্রায় দেখা দিল আক্রান্তের সংখ্যা। ফলে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। মারণ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৩ চিকিৎসকও।

Advertisement

বাংলাদেশে লকডাউন তুলে দেওয়ার পর থেকেই লাফিয়ে বেড়েছে সংক্রমণ। জীবন-জীবীকার টানে মানুষকে বের হতে হয়েছে বাড়ি থেকে। তবে জনসাধারণ কর্মমুখর হওয়ায় চিকিৎসকদের কপালে বেড়েছে চিন্তার ভাঁজ। মারণ ভাইরাসে সংক্রমণের হার বাড়লেও বুধবারের পরিসংখ্যান সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে! গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ ৪০০৮ জনের শরীরে মেলে করোনা ভাইরাসের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ছাড়াল ৯৫ হাজারের গণ্ডি। শুধুমাত্র দেশের সাধারণ মানুষ নয়, করোনায় বিরুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (FDSR) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, “COVID সংক্রমণের জেরে এদিন প্রাণ হারিয়েছেন ৩ জন চিকিৎসক।”

[আরও পড়ুন:করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরনিগমের মুখ্য প্রশাসক অশোক ভট্টাচার্য, ভরতি হাসপাতালে]

এফডিএসআর-এর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ চিকিৎসক। দেশে এখনও পর্যন্ত মোট ১,২২৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। বুধবার যে চিকিৎসকরা প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে একজন চট্টগ্রাম  মেট্রোপলিটন হাসপাতালের (Chattagram Metropolitan Hospital) সিনিয়র আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুরুল হক। একজন দিনাজপুর বিএমএ’র সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদ ও অন্যজন মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান। টেকনোলজিস্ট-সহ মোট ১ হাজার ৩৩১ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানা যায়, দেশজুড়ে ১ হাজার ১৬০ জন নার্সও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে বাংলাদেশ জুড়ে চিকিৎসক, নার্স, টোকনোলজিস্ট-সহ মোট ৩ হাজার ৫০২ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তবে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে দ্রুত পরিস্থিতির মূল্যায়ন করার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করেন। জানা যায় বিশ্বের মধ্যে সবথেকে বেশি বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরাই আক্রান্ত হয়েছেন।

[আরও পড়ুন:নবান্নে ফের করোনার থাবা, এবার আক্রান্ত এক ঠিকা সাফাইকর্মী]

The post বাংলাদেশে রেকর্ড গড়ল সংক্রমণ! একদিনেই আক্রান্ত ৪০০৮ জন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement