shono
Advertisement
Dhaka

চাঁদা আদায় করতে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা! ঢাকা থেকে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক-সহ ১৪

ভাঙচুরের পর হামলাকারীরা প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায় বলেও অভিযোগ।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:45 PM Mar 08, 2025Updated: 04:45 PM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদা আদায় করতে গিয়ে ঢাকার এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ। গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক-সহ ১৪ জন। কম্পিউটার, চেয়ার–টেবিল ভাঙচুরের পর হামলাকারীরা প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায় বলেও অভিযোগ জানানো হয়। ইতিমধ্যেই পুলিশ বেশ কিছু অর্থ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

জানা গিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাহউদ্দিন সলমন-সহ ১৪ জন রাসেল স্কোয়ারের একটি ভবনে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা তুলতে যান। এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই কাণ্ডে শেখ কবিরের প্রতিষ্ঠানের এক সহকারী বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাহউদ্দিন সলমন ছাড়াও ইমন, রিয়েল খান, সাজিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মহম্মদ উৎস, মহম্মদ আবির, মহম্মদ ফারহান, পারভেজ হাওলাদার, হৃদয় হোসেন, নাইম হাওলাদার, আরাফাত আহম্মেদ, রুবেল, রাব্বি-সহ অজ্ঞাত পরিচয়ের আরও পাঁচ–সাত জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা চারটি কম্পিউটার, কিছু চেয়ার–টেবিল ভাঙচুর করে। তারপর ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায়। তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের দাবি, ওই ভবনে আওয়ামি লিগের অফিস চলছে, এমন খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে আওয়ামি লিগের কোনও অফিস পাওয়া যায়নি বলে জানান স্থানীয় থানার ওসি। তিনি বলেন, সেখানে শুধু শেখ কবিরের ব্যক্তিগত ব্যবসায়িক অফিস রয়েছে। অন্যদিকে, গতকাল দেশের উত্তর জনপদ জেলা রাজশাহীতে বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সন্ধ্যায় শুরু হওয়া এই সংঘর্ষ রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে। ঝামেলার সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এমনকী পুড়িয়ে দেওয়া হয় তিনটি মোটরবাইকও। এ ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন সদস্য-সহ চারজন আহত হয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চাঁদা আদায় করতে গিয়ে ঢাকার এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ।
  • গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক-সহ ১৪ জন।
  • কম্পিউটার, চেয়ার–টেবিল ভাঙচুরের পর হামলাকারীরা প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায় বলেও অভিযোগ জানানো হয়।
Advertisement