সুকুমার সরকার, ঢাকা: করোনা ভাইরাস (Corona Virus) – এর কারণে ভারতে আটকে থাকা নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা। বিশ্বজুড়ে মহামারি রূপে আবির্ভূত করোনার কারণে ভারতে শিক্ষা, চিকিৎসা ও বেড়াতে গিয়ে আটকা পড়েছেন ২৫০০ জন বাংলাদেশি। তাঁরা আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষে দেশে ফিরতে পারবেন বলে আভাস মিলেছে। শুক্রবার ঢাকায় বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য মতে জানা গিয়েছে ভারতে আড়াই হাজার বাংলাদেশি নাগরিক আটকে রয়েছেন। এদের মধ্যে একহাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন। লকডাউনের কারণে ভারতে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। তাই এই মুহূর্তে তাঁদের দেশে ফেরত আনা সম্ভব হবে না।
[আরও পড়ুন: চট্টগ্রামে শৃঙ্খলাবদ্ধভাবে ত্রাণ সংগ্রহ করে নজির গড়লেন বৃহন্নলারা, অভিভূত প্রশাসন ]
তবে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা যদি আর্থিক বা অন্য কোনও সমস্যার সম্মুখীন হন। তাহলে হাইকমিশন ও অন্যান্য মিশনসমূহ তা সমাধানে সচেষ্ট আছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারত-সহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ সরকার।
[আরও পড়ুন: সমাজ বদলের ডাক দিয়ে জয়, ফোর্বস ম্যাগাজিনে এশিয়া সেরার তালিকায় ২ বাঙালি তনয়া]
The post ১৪ এপ্রিলের পরেই দেশে ফেরানো হবে ভারতে আটকে থাকা নাগরিকদের, জানাল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
