shono
Advertisement

বড়সড় নাশকতা ভোটমুখী বাংলাদেশে, লাইনচ্যুত ঢাকাগামী ট্রেনের ৭ বগি, মৃত ১

ট্রেনের গতি কম থাকায় ব্যাপক প্রাণহানি ঘটেনি।
Posted: 01:49 PM Dec 13, 2023Updated: 02:05 PM Dec 13, 2023

সুকুমার সরকার, ঢাকা: বড় দুর্ঘটনা বাংলাদেশে। লাইনচ্যুত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। বড়সড় নাশকতার লক্ষ্যে রেললাইন কেটে রাখার অভিযোগ। যার জেরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির সাতটি বগি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ যাত্রী। আহত ১০। তবে ট্রেনের গতি কম থাকায় ব্যাপক প্রাণহানি এড়ানো গিয়েছে বলে খবর।   

Advertisement

জানা গিয়েছে, বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের বনখড়িয়া (চিলাই নদীর) ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আসলাম (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুরগি ব্যবসায়ী। অভিযোগ, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যর্থ রাষ্ট্রপ্রধান হিসাবে প্রতিপন্ন করতে বিরোধীদলের একাংশ নানা নাশকতা চালাচ্ছে। অবরোধের নামে বাসে পেট্রোল বোমা ছুড়ে যাত্রী হত্যার চেষ্টাও চলেছিল। এবার রেললাইন কেটে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে তৎপর ছিল দুষ্কৃতীরা।   

[আরও পড়ুন: ঘন কুয়াশার জেরে বিপদ! মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে মৃত যাত্রী]

এই ঘটনার পর এক রেলযাত্রী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা নূরুল ইসলাম জানান, গতকাল রাত ১১টায় মোহনগঞ্জ থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। গাজীপুরের রাজেন্দ্রপুর স্টেশন পার হওয়ার পরই বিকট শব্দে ট্রেনটি কাত হয়ে যায়। তিনি পিছনের দিকে বগিতে ছিলেন। যাত্রীরা চিৎকার শুরু করলে বুঝতে পারেন ট্রেনে কিছু একটা হয়েছে। পরে জানতে পারেন, ট্রেনের ইঞ্জিন লাইন থেকে আলাদা হয়ে গিয়েছে।  

এদিন ময়মনসিংহ থেকে ঢাকায় (Dhaka) যাচ্ছিলেন রফিকুল ইসলাম। তিনি ইঞ্জিনের পরের বগিতেই ছিলেন। ঘন কুয়াশা থাকায় ট্রেন ধীর গতিতে চলছিল। ওই সময় তিনি ট্রেনে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ বিকট শব্দ হলে তাঁর ঘুম ভেঙে যায়। তখন দেখতে পান কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের নিচু জমিতে পড়ে রয়েছে। অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনিও অনেক কষ্টে জানালা দিয়ে বের হয়ে জীবন বাঁচিয়েছেন। তিনি বলেন, ট্রেনের গত কম থাকায় একজন নিহত হয়েছে। দ্রুতগতিতে ট্রেন চললে এই দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানী ঘটতে পারত। নিহত ওই ব্যবসায়ী ইঞ্জিনের সঙ্গে থাকা বগির মাঝখানে বসেছিলেন।

[আরও পড়ুন: ভোটমুখী বাংলাদেশে বড়সড় নাশকতার ছক বানচাল, ঢাকায় গ্রেপ্তার ৬ জঙ্গি]

এদিকে, গাজীপুরে এই ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো যেন নিরবচ্ছিন্নভাবে ঢাকা থেকে চলাচল করতে পারে সেজন্য রুট পরিবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে। এই কাণ্ডে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement