shono
Advertisement
Bangladesh

খোকা ইলিশ রক্ষায় ৮ মাস শিকার নিষিদ্ধ বাংলাদেশে, ধরা পড়লে কড়া শাস্তি

মা ইলিশের পর এবার খোকা ইলিশ শিকার নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার।
Published By: Amit Kumar DasPosted: 02:38 PM Nov 02, 2025Updated: 02:38 PM Nov 02, 2025

সুকুমার সরকার, ঢাকা: মা ইলিশের পর এবার খোকা ইলিশ শিকার নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। অর্থাৎ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার থেকে শুরু হয়েছে খোকা (স্থানীয় ভাষায় জাটকা) ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। আগামী বছর ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ৮ মাস জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

Advertisement

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, গত শনিবার থেকে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ শিকার, পরিবহন, বাজারজাত করা, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। গত ৪ থেকে ২৫ অক্টোব পর্যন্ত ইলিশের প্রধান প্রজননের মরশুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়। ওই সময়ে ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিম ফুটে ইলিশের পোনা বর্তমানে উপকূলীয় নদ-নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। সরকারের তরফে জানানো হয়েছে, এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে। ফলে ইলিশ রক্ষা করা একান্ত প্রয়োজন।

সরকারের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ যদি ছোট ইলিশ ধরেন তাহলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে অপরাধীকে। সরকারের তরফে জানানো হয়েছে, মৎস্য দপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র‌্যাব, ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মা ইলিশের পর এবার খোকা ইলিশ শিকার নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার।
  • ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে শনিবার থেকে শুরু হয়েছে খোকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা।
  • আগামী বছর ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ৮ মাস জারি থাকবে এই নিষেধাজ্ঞা।
Advertisement