shono
Advertisement
Dhanmandi

জ্বলছে মুজিবের বাড়ি! বাঙালি জাতিসত্তা মুছে ফেলতে 'বিপ্লবী ছাত্র'দের হামলা ধানমন্ডিতে

দাউদাউ আগুন জ্বলছে ভবনের তৃতীয় তলায়।
Published By: Biswadip DeyPosted: 08:55 PM Feb 05, 2025Updated: 10:07 AM Feb 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ধানমন্ডিতে শেখ মুজিবর রহমানের বাড়িতে হামলা। ৩২, শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ 'বিপ্লবী ছাত্র'দের। জানা গিয়েছে, ফেসবুকে মুজিবরের বাড়ি ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। প্রথমে রাত ৯টায় সেখানে যাওয়ার কথা থাকলেও কর্মসূচি পরিবর্তন করে রাত ৮টায় নিয়ে আসা হয়। 

Advertisement

এদিন সন্ধ্যা সাতটা কিছু পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ প্রথমেই মুজিবের স্মৃতিবিজড়িত ওই বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর বাড়ির ভিতরে ঢুকে শুরু হয় ভাঙচুর।৯টার একটু আগে থেকেই দেখা যায় তিনতলা জ্বলছে। 

হাসিনা দেশ ছাড়ার পর থেকেই দেখা যায়, বাংলাদেশ জুড়ে ভাঙা হচ্ছে ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমানের মূর্তি। কোথাও হাতুড়ি মেরে তো কোথাও ক্রেন দিয়ে একের পর এক মূর্তি গুড়িয়ে দেওয়া হচ্ছে। কালি লেপে দেওয়া হচ্ছে মুজিবের ছবিতে।এবার আক্রমণের মুখে সেদেশের ইতিহাসের এক মাইলফলক হয়ে থাকা মুজিবের বাড়ি। ধানমুন্ডির এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নৃংশসভাবে খুন হয়েছিলেন মুজিবর। তিনি একা নন, প্রাণ গিয়েছিল স্ত্রী ফজিলাতুন্নেসা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলের। দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও খুন হয়েছিলেন। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান মুজিবের দুই কন্যা, হাসিনা এবং রেহানা। যে দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন মুজিব, সেই দেশের জনতাই এদিন ভাঙচুর চালিয়ে আগুন লাগাল স্মৃতিবিজড়িত বাড়িটিতে। যেটি পরে জাদুঘরে পরিণত করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের ধানমন্ডিতে শেখ মুজিবর রহমানের বাড়িতে হামলা। ৩২, শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ 'বিপ্লবী ছাত্র'দের।
  • জানা গিয়েছে, ফেসবুকে মুজিবরের বাড়ি ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি।
  • প্রথমে রাত ৯টায় সেখানে যাওয়ার কথা থাকলেও কর্মসূচি পরিবর্তন করে রাত ৮টায় নিয়ে আসা হয়। 
Advertisement