shono
Advertisement
Awami league

'প্রহসনের নির্বাচন...' বাংলাদেশের মানুষদের ভোট না দেওয়ার আরজি 'নিষিদ্ধ' আওয়ামি লিগের

আবেদনপত্রে লেখা হয়েছে 'ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না।'
Published By: Biswadip DeyPosted: 10:08 AM Jan 14, 2026Updated: 01:26 PM Jan 14, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই নির্বাচন। সেই নির্বাচনে লড়বে না বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামি লিগ (Awami league)। ইউনুস সরকারের জমানায় নিষিদ্ধ ঘোষিত হয়েছে শেখ হাসিনার দল। এমতাবস্থায় এক আবেদনপত্র প্রকাশ করে ভোট বয়কটের দাবি তুলল আওয়ামি লিগ। সেই আবেদনপত্রের শিরোনামেই লেখা হয়েছে 'নো বোট নো ভোট'। প্রসঙ্গত, আওয়ামি লিগের প্রতীক নৌকা তথা বোট।

Advertisement

আবেদনপত্রে লেখা হয়েছে- 'ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামি লিগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনও ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না।' একেবারে শেষে লেখা হয়েছে, 'জেগে ওঠো বাংলাদেশ/ রুখে দাঁড়াও বীর বাঙালি/ হটাও ইউনুস বাঁচাও দেশ/ দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ/ প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না।' তাদের পরিষ্কার দাবি, ইউনুসকে পদত্যাগ করতে হবে। এবং জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আবেদনপত্রে লেখা হয়েছে- 'ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামি লিগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনও ভোটারেরা কেউ ভোটকেন্দ্রে যাবেন না।'

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে হাওয়া গরম বাংলাদেশে (Bangladesh Election)। হাসিনা সরকার পতনের পর সেখানে আপাতত অন্তর্বর্তী সরকার, যার শীর্ষে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। দেশের অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পরই সুযোগ বুঝে একদা ক্ষমতাসীন দল আওয়ামি লিগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল লড়তে পারবে না। কিন্তু লড়াইয়ের ময়দান সহজে ছাড়তে নারাজ আওয়ামি লিগ। নিষিদ্ধ হওয়ার পরও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বিভিন্ন কর্মসূচি করছে আওয়ামি লিগ।

গত অক্টোবরেই নয়াদিল্লি থেকে এক সাক্ষাৎকারে হাসিনা দাবি করেন, ‘‘লক্ষ লক্ষ মানুষ আওয়ামি লিগের সমর্থন করে। বর্তমান অবস্থায় তাঁরা ভোট বয়কট করবেন। কোনও গণতন্ত্রে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement