সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ (Bangladesh) ও নেদারল্যান্ডসের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারে একটি নতুন সমঝোতাপত্র (মই) স্বাক্ষরিত হল। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এ স্মারকটি সই করেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশের পক্ষে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। নেদারল্যান্ডসের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। অনুষ্ঠানে ছিলেন নেদারল্যান্ডস প্রতিরক্ষা মন্ত্রকের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন (আরএনএলএন) জি (জর্ডি) ক্লেনিন, নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র উপদেষ্টা (অর্থ-বাণিজ্য ও বেসরকারি খাত উন্নয়ন), সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ শাখার মহাপরিচালক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নৌ-উপদেষ্টা।
কূটনৈতিক মহলের মতে, এর মউ স্বাক্ষরে ডাচদের আরও বড় ভূমিকা নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলি দেখে মনে হচ্ছে, বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূ-রাজনৈতিক আগ্রহ দ্রুত বেড়ে চলেছে। বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এক ধরনের 'ন্যাটো-ধাঁচের নিরাপত্তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ দীর্ঘ মেয়াদে বাস্তব রূপ পাচ্ছে।
