সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের (Bangladesh Election) সঙ্গেই হবে গণভোট।বৃহস্পতিবার তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন সে দেশের প্রধান নির্বাচন কমিশনার এম এ এ নাসিরউদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জুলাই সনদ অর্থাৎ সংস্কারের দাবিতে বিরোধীরা গণভোট চেয়েছিলেন। তা একইসঙ্গে করতে রাজি নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে ফলপ্রকাশের দিন এখনও জানানো হয়নি। ঘোষণা অনুযায়ী, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শুক্রবার থেকে প্রতি থানায় ২ জন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। নামবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লক্ষ সদস্য।
প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত ৩ লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে খবর।
২০২৪ সালে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পতন হয় হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ৫ আগস্ট ঢাকার বঙ্গভবন ছেড়ে গোপনে চলে আসেন নয়াদিল্লি। সেই থেকে হাসিনা এবং তাঁর বোন রেহানা দিল্লির 'আশ্রয়ে' রয়েছেন। আন্দোলনের জেরে সেসময় দেশত্যাগ করেছিলেন হাসিনা সরকারের বহু মন্ত্রী ও আওয়ামি লিগ নেতা। এর মধ্যে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গণহত্যা-সহ একাধিক দুর্নীতি মামলায় বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ দমন আদালত হাসিনাকে গণহত্যা মামলায় ফাঁসির সাজা শুনিয়েছে।
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। সাধারণ নির্বাচন নিয়ে প্রথমদিকে ইউনুসের অন্তর্বর্তী সরকার টালবাহানা করলেও বিএনপি, জামাত-সহ বিরোধী দলগুলির চাপে তিনি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেন। এবার জাতীয় নির্বাচন কমিশনার সেই দিনক্ষণ ঘোষণা করলেন।
