shono
Advertisement
Bangladesh

'চাকরি নয়, চ্যালেঞ্জ', বাংলাদেশের 'সংকট' কাটাতে সুষ্ঠু ভোট চান জাতীয় নির্বাচন কমিশনার

এআই-এর অপব্যবহার রোধে আলাদা সেল খোলা হচ্ছে, জানিয়েছেন সিইসি এ এম এম নাসিরউদ্দিন।
Published By: Sucheta SenguptaPosted: 05:21 PM Nov 03, 2025Updated: 05:21 PM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে, তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে সর্বক্ষণ চিন্তায় রয়েছেন বলে জানালেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। সোমবার ঢাকায় জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। এদিকে, জুলাই জাতীয় সনদের উপর 'গণভোট' নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।

Advertisement

ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাতে অংশ নেবে একসময়ের প্রধান বিরোধী দল বিএনপি। সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা দলনেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান নির্বাচনে লড়তে পারেন। তাদের অভিযোগ, বিএনপিকে ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। রবিবার রাতে রাজধানী ঢাকার একটি হোটেলে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভারচুয়ালি যোগ দিয়ে এই একথা বলেন। তারেক রহমান বলেন, ‘‘জনমনে প্রশ্ন উঠেছে, ঠিক সময়ে নির্বাচন হবে কি না, বর্তমান পরিস্থিতির ফলে কোনও অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয় কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে, অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।'' বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলিকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য তারেক অনুরোধ জানান।

নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনার বলেন, সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। এর বাইরে গিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ''ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, সেই চিন্তা আমাকে সারাক্ষণ ভাবায়। এই দায়িত্বকে চাকরি নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এমন সংকটজনক অবস্থায় গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। লোকজন নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন। যারা জেলে আছে এবং প্রবাসীদের জন্যও এবার অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।''

জাতীয় নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন আরও জানিয়েছেন, ''১৬ নভেম্বর আমরা পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করব। পোস্টাল ব্যালটে নির্বাচনী দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা ভোট দেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। এআই-এর অপব্যবহার রোধে আমরা একটা সেল খুলেছি। সেখানে যোগাযোগ করে আপনারা যে কোনও ঘটনার সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে সুষ্ঠু ভোট করানোর দায়িত্ব স্রেফ চাকরি নয়, চ্যালেঞ্জের।
  • বলছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন।
  • এআই-এর অপব্যবহার রোধে আলাদা সেল খোলা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
Advertisement