shono
Advertisement
Bangladesh Election

'বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না', প্রতিজ্ঞা করে ভোটের আগেই প্রয়াত বৃদ্ধ

কোন 'অপমান' থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?
Published By: Biswadip DeyPosted: 08:05 PM Jan 09, 2026Updated: 08:13 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিজ্ঞা ছিল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। ২০১৪ সাল থেকেই এই প্রতিজ্ঞা পালন করে আসছিলেন নিজামউদ্দিন মণ্ডল। কিন্তু শুক্রবার নিজের বাড়িতেই মৃত্যু হল ৬৫ বছরের বৃদ্ধের। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

Advertisement

বাংলাদেশের (Bangladesh) মহেশপুর অঞ্চলের বাসিন্দা ওই ব্যক্তি ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। স্রেফ রুটি, চিঁড়ে, গুড়, কলা- এই জাতীয় শুকনা খাবারই ছিল তাঁর মেনুতে। কিন্তু কেন এমন প্রতিজ্ঞা করেছিলেন নিজাম? জানা গিয়েছে প্রায় বারো বছর আগে মে মাসের শেষদিনে বিএনপি প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোজের আয়োজন করা হয়েছে। অভিযোগ, সেই সময় আওয়ামি লিগের নেতা-কর্মীরা সমস্ত খাবার ফেলে দিয়েছিলেন। আর তখনই অপমানিত নিজাম প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না দেশের মসনদে বসছে বিএনপি, তিনি ভাত খাবেন না।

তাঁর পরিবারের দাবি, বহুদিন ধরেই তাঁকে ভাত খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তিনি ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। এমনও শোনা যাচ্ছে, এখন প্রতিজ্ঞা ভাঙলে কটূক্তির মুখে পড়তে হবে, এই আশঙ্কায় ছিলেন তিনি। এদিকে চিকিৎসকরা তাঁকে ভাত খাওয়ার পরামর্শও দিয়েছিলেন। বলাই বাহুল্যে, তাও মানেননি তিনি। অবশেষে শরীরে নানা জটিলতা দেখা দেয়। গত বছরের অক্টোবর থেকে তাঁর শরীর আরও খারাপ হয়ে যায়। সেই অসুস্থতা আর সারেনি। অবশেষে মৃত্যু হল ষাট পেরনো বৃদ্ধের। খবর পাওয়ার পরে তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন গ্রামের মানুষ। রয়েছেন রাজনৈতিক নেতা-কর্মীরাও। এই আত্মত্যাগ বিফলে যাবে না, বলছেন বিএনপি নেতারা।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন (Bangladesh Election)। শেখ হাসিনার পতন এবং আওয়ামি লিগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশে এখন স্পষ্টত দু’পক্ষ। একদিকে বিএনপি। বিপরীত পক্ষ কট্টরপন্থী জামাত, বৈষম্যবিরোধী ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি এবং আরও কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠী। বিশ্লেষকদের মতে, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির দিকে আমজনতার সমর্থন আরও বেড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিজ্ঞা ছিল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না।
  • ২০১৪ সাল থেকেই এই প্রতিজ্ঞা পালন করে আসছিলেন নিজামউদ্দিন মণ্ডল।
  • শুক্রবার নিজের বাড়িতেই মৃত্যু হল ৬৫ বছরের বৃদ্ধের। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
Advertisement