বদল নয়। জ্বলবে বদলারই আগুন। এই ভাষাতেই বিশ্বাসী বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। এবার বিখ্যাত গায়িকা তথা আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ মমতাজ বেগমের তিনটি বাড়ি-সহ জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। মঙ্গলবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারক জজ সাব্বির ফয়েজ।
মমতাজের বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর ডিওএইচএসে অবস্থিত একটি বাড়ি এবং মানিকগঞ্জে অবস্থিত দু'টি বাড়ি। পাশাপাশি, ঢাকা ও মানিকগঞ্জে থাকা বেশকিছু জমি। বর্তমানে জেলে রয়েছেন মমতাজ। তার বিরুদ্ধে খুন-সহ একাধিক মামাল চলছে। এছাড়া তাঁর বিরুদ্ধে রয়েছে আর্থিক তছরুপের অভিযোগ, যার তদন্ত চলছে।
এদিকে ঢাকায় জমি দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রিহানার মেয়ে-সহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। মঙ্গলবার আদালত সূত্রে এমনটাই জানা গিয়েছে। জমি দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ পত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন হাসিনা ক্ষমতার অপব্যবহার করেন। জমি পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও হাসিনা এবং তাঁর পরিবার পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে বেশ কয়েকটি জমি পান।
