shono
Advertisement
Bangladesh

দিল্লির ছায়া বাংলাদেশে! আদালতের সামনেই কুপিয়ে 'খুন' ২ দুষ্কৃতীকে, চাঞ্চল্য খুলনায়

জামিনে জেলের বাইরে ছিলেন দুই আসামি।
Published By: Anustup Roy BarmanPosted: 04:36 PM Nov 30, 2025Updated: 04:36 PM Nov 30, 2025

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে প্রকাশ্যে খুন আদালত চত্তরে। ঘটনায় উত্তেজনা এলাকাজুড়ে। খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনেই দুষ্কুতীদের গুলিতে নিহত হয়েছেন দু'জন। ররিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত দু'জন হলেন মহম্মদ ফজলে রাব্বি এবং হাসিব হাওলাদার।

Advertisement

পুলিশ জানিয়েছে, খুলনায় রাজনের নামে ছ'টা মামলা রয়েছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দু'জনই সন্ত্রাসীদের সহযোগী বলে দাবি পুলিশের। জানা গিয়েছে জামিনে জেলের বাইরে ছিলেন দু'জন আসামি। আদালতে হাজিরা দিয়ে গেটের বাইরে চা খাচ্ছিলেন। সেই সময় চার-পাঁচজন দুষ্কৃতী হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। দু'জন মাটিতে লুটিয়ে পড়তেই দুষ্কৃতীরা চপার দিয়ে কোপাতে থাকে তাঁদের। এরপরেই দ্রুত ঘটনাস্থল থেকে পালায় তারা।

অন্যদিকে খুলনায় দুষ্কৃতীদেরর ছুরির আঘাতে, ইশান নামের এক তরুণ নিহত হয়েছেন। তাঁর বয়স ২১ বছর। পুলিশ জানায়, নিহত ইশান ও তাঁর বাবা বাচ্চু নগরের বাজারে মাছ বিক্রি করেন। ওই বাজার এলাকায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় দুই দলের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় আবারও তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে প্রতিপক্ষ ইশানের ওপর হামলা করে বলে।

অন্যদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে এক মহিলা-সহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার দুপুরে সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এই সংঘর্ষ ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পাশাপাশি, এক যুবককে বাড়িতে ডেকে 'চোর অপবাদে' পিটিয়ে খুনে অভিযোগে পুলিশ দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তি ব্যাঙ্কের কর্মী বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরকীয়ার যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, প্রেমিকের সঙ্গে মিলে ওই ব্যাঙ্ক কর্মীকে পরিকল্পিতভাবে খুন করেছে তাঁর স্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রকাশ্যে খুন আদালত চত্তরে।
  • আদালতের সামনেই দুষ্কুতীদের গুলিতে নিহত হয়েছেন দু'জন।
  • নিহত দুই দুষ্কৃতি।
Advertisement