shono
Advertisement
Dhaka

২ কলেজের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, আহত বহু পড়ুয়া! আঙুল উঠছে পুলিশের দিকে

নিউ মার্কেট, সায়েন্সল্যাব মোড়-সহ ধানমন্ডির একাংশও উত্তপ্ত হয়ে ওঠে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:08 PM Apr 22, 2025Updated: 08:08 PM Apr 22, 2025

সুকুমার সরকার, ঢাকা: সোমবার মারধর করা হয় ঢাকা কলেজের এক পড়ুয়াকে। যার জেরে আজ সেখানকার শিক্ষার্থীরা দফায় দফায় গিয়ে হামলা সিটি কলেজে। অভিযোগ এমনই। পড়ুয়াদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী। নিউ মার্কেট, সায়েন্সল্যাব মোড়-সহ ধানমন্ডির একাংশ উত্তপ্ত হয়ে ওঠে। আহত ১০ থেকে ১৫ পড়ুয়া। এই ঘটনায় আঙুল তোলা হচ্ছে পুলিশের দিকে। অভিযোগ, সমস্ত কিছু দেখেও ভাঙচুর ঠেকানোয় কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

Advertisement

ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, "গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তাঁরা। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি দল এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি।"

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাঁদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকে। এর আগে, গত ১৫ এপ্রিল ঢাকার সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সেই ঘটনাতেও বেশ কয়েকজন শিক্ষার্থী আহন হন।

পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় লেখালেখিকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা কটাকাটি হয়। এরপর হাতাহাতি যা সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ এবং নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। প্রায় ৩ ঘণ্টা এই সংঘর্ষ চলে। এখনও এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই হামলা ও ভাঙচুর ঠেকাতে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে সিটি কলেজ কর্তৃপক্ষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার মারধর করা হয় ঢাকা কলেজের এক পড়ুয়াকে। যার জেরে আজ সেখানকার শিক্ষার্থীরা দফায় দফায় গিয়ে হামলা সিটি কলেজে।
  • পড়ুয়াদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী।
  • নিউ মার্কেট, সায়েন্সল্যাব মোড়-সহ ধানমন্ডির একাংশ উত্তপ্ত হয়ে ওঠে। আহত ১০ থেকে ১৫ পড়ুয়া।
Advertisement