সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বাংলাদেশে স্বতন্ত্র্য প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া ঘটনায় রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে। এখনও তিনি সংকটমুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকার যে হাসপাতালে বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া চিকিৎসাধীন, সেখানেই শুক্রবার রাতে হাদিকে স্থানান্তরিত করা হয়েছে আরও ভালো চিকিৎসার জন্য। সেখানেই শনিবার তাঁকে দেখতে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। হাদির সবচেয়ে ভালো চিকিৎসা এবং দুষ্কৃতীদের বিচারের আশ্বাস দিয়েছেন। এদিকে, স্বতন্ত্র্য প্রার্থী ওসমান হাদি আওয়ামি লিগের টার্গেট ছিলেন বলেও কেউ কেউ ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন।
শনিবার সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতার সঙ্গে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘‘সারা দেশ তাঁর জন্য দোয়া করছে। তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে।’’ এও জানান, এমন নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। ইউনুস বলেন, ''দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।’’
এদিকে পুলিশ সূত্রে খবর, শুক্রবার হাদির উপর হামলার ঘটনায় এক দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্তের বিষয়ে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
