shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে ভোটের মিছিলে হামলা, গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী, নিহত ১

হাসপাতালে চিকিৎসাধীন BNP প্রার্থী।
Published By: Kishore GhoshPosted: 07:35 PM Nov 05, 2025Updated: 07:35 PM Nov 05, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশে নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল হানাহানি। ভোটের প্রচারে চলাকালীন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হলেন বুধবার। সূত্রের খবর, এই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

Advertisement

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। বিএনপির প্রার্থীর পাশাপাশি গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। এরশাদ উল্লাহকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। অন্যদিকে গুলিতে এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তির নাম সারোয়ার বাবলা।

সামাজিকমাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এরশাদ উল্লাহর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, "চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে।
  • এই হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
Advertisement